দিনভর সংঘর্ষে ৯৫ জন নিহত হয়েছেন বাংলাদেশে। তার মধ্যে রয়েছে ১৪ পুলিশকর্মী। প্রধানমন্ত্রী এবং আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ‘অসহযোগ আন্দোলন’ চালানোর ডাক দিয়েছে ছাত্রদের বিভিন্ন অংশ। এর আগে জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে ২০০ জনের বেশি নিহত হন বাংলাদেশে।
সিলেটে ভারতীয় উপ দূতাবাস সতর্ক করেছে বসবাসরত নাগরিকদের। হেল্পলাইন চালু করা হয়েছে। হাসিনা প্রতিবাদীদের ‘ছাত্র নয়, অপরাধী’ বলেছেন। তিনি বলেছেন এরা ধ্বংসাত্মক কাজে জড়িত। শক্ত হাতে এদের মোকাবিলা করার ডাক দিয়েছেন জনতাকে। তবে বিরোধী বা জামাতের সঙ্গে নেই এমন বিভিন্ন অংশও হাসিনার অবস্থানে সহমত নয়।
নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৬ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৪ জন, বগুড়ায় ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জন নিহত হওয়ার খবর মিলেছিল সন্ধ্যার কিছু পরেই। রাতে মৃতের সংখ্যা বেড়েছে।
এছাড়া সারা দেশে ১৪ জন পুলিশ কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন নিহত হয়েছেন। কুমিল্লার ইলিয়টগঞ্জে নিহত হয়েছেন একজন।
রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামি লিগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজন ঢাকা মহানগর উত্তর আওয়ামি লিগের নেতা এবং আরেকজন শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে।
সরকারবিরোধী অসহযোগের মধ্যে নরসিংদী শহরে আওয়ামি লিগের ছয় নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
সোমবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং ও সব নিম্ন আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের প্রশাসনিক বিভাগ। তবে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যে কোনও জায়গায় হাইকোর্টের বেঞ্চ বসানোর নির্দেশ দিতে পারবেন। এছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খোলা থাকবে।
এদিকে বিচারকার্য পরিচালনা শেষে বাড়ি ফেরার পথে মৎস্যভবন সংলগ্ন এলাকায় সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মহম্মদ জাহাঙ্গীর হোসেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াত চৌধুরীসহ মোট চার জন বিচারপতির গাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে কোর্ট প্রশাসন। চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর দপ্তর ভাঙচুর করা হয়েছে। ঢাকায় কয়েকশো মানুষের জমায়েত চলছে। শাহবাগে এই জমায়েতের জেরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
সোমবার থেকে ফের তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার বিকেলে জন প্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
Bangladesh
দিনভর সংঘর্ষে বাংলাদেশে নিহত ৯৫, তালিকায় ১৪ পুলিশকর্মীও
×
Comments :0