বিহারে বিষমদের মৃত্যু মিছিল অব্যাহত। ২০১৬ সালের এপ্রিল মাস নাগাদ ঘটা করে বিহারে মদ নিষিদ্ধ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেই বছর স্বাধীনতা দিবসের দিন বিষমদ খেয়ে মৃত্যু হয় বহু মানুষের। তার পর থেকে বার বার বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে অনেকের। কিছুদিন আগেও বিহারের সরন জেলায় বিষমদ খেয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ফের বিষমদ খেয়ে প্রাণ হারালেন ২০ জন। আরও ৬ জন চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে নীতীশ কুমারের সরকার। পাটনা থেকে ১৫০ কিলোমিটার দূরে মোতিহারির লক্ষ্মীপুর, পাহাড়পুর, হরসিদ্ধি ব্লকে এই ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে প্রথম মৃত্যুর খবর আসে লক্ষ্মীপুর থেকে। তারপর সেখানকার হাসপাতালগুলিতে ভিড় বাড়তে থাকে। গতকাল কয়েকজনের মৃত্যু হয়েছে শনিবার মারা গেছেন আরো কয়েকজন জন। শেষ পাওয়া খবরে জানা গেছে এখনো বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Hooch Tragedy in Bihar’s
বিহারে বিষমদ খেয়ে প্রাণ হারালেন ২০ জন
×
Comments :0