Election Counting 2024

রাত পোহালেই দেশের ৪৮টি বিধানসভা , ২টি লোকসভা কেন্দ্রের ভোট গণনা

জাতীয় রাজ্য

রাত পোহালেই ভোট গণনা। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ সহ দেশের ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি ২টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছে। রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয় গত ১৩ নভেম্বর। এই কেন্দ্রগুলি কোচবিহারের সিতাই, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা, উত্তর ২৪ পরগনার নৈহাটি, আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা, উত্তর ২৪ পরগনার হাড়োয়া এবং বাঁকুড়ার তালডাংরা বিধানসভা। ৪৮টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি ২টি লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে শনিবার ২৩ নভেম্বর। দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে ফলাফল। ঝাড়খণ্ডে ৮১ টি বিধানসভা আসনের জন্য শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে নির্বাচন কমিশন বিস্তৃত ব্যবস্থা করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার বলেছেন, ‘‘রাজ্যের জেলা সদর জুড়ে ২৪টি গণনা কেন্দ্র গঠন করা হয়েছে। সকাল ৮টায় পোস্টাল ব্যালট দিয়ে প্রথমে গণনা শুরু হবে।’’
সিতাই বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে দিনহাটা কলেজে। মাদারিহাট বিধানসভা কেন্দ্রের গণনা হবে আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে। নৈহাটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের গণনা হবে হাড়োয়া পি জি হাই স্কুলে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গণনা ভোট গণনা হবে মেদিনীপুর কলেজে। তালডাংরা বিধানসভা আসনের গণনা হবে সিমলাপাল মদনমোহন হাই স্কুলে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রের ২০০ মিটার। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। গণনা শুরু হবে সকাল আটটা থেকে। নির্বাচন কমিশন কোনরকম খামতি রাখতে চাইছে না গণনাকে কেন্দ্রগুলিতে। লোকসভা ও বিধানসভা নির্বাচনের মতোই একই রকম নিয়ম বলবৎ থাকছে  গণনায়। এই মুহূর্তে স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য এক প্ল্যাটুন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আছে প্রত্যেকটি স্ট্রংরুমে। এক প্ল্যাটুন অর্থাৎ ২৪ জন। এই ২৪ জনকে তিনটে শিফটে ৮জন করে ডিউটি করতে হচ্ছে। গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকবে নতুন আইন অনুযায়ী ১৬৩ ধারা। প্রথম স্তরে থাকছে রাজ্য পুলিশ। রাজ্যের লাঠিধারী এবং এএসআই পদাধিকারী পুলিশেরা থাকবেন। এরপর দ্বিতীয় স্তরে থাকবেন রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আর একেবারে শেষ স্তরে থাকবেন কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রের ভিতর যাঁরা প্রবেশ করবেন তাঁরা কেবলমাত্র সাদা কাগজ এবং পেন নিয়ে ভিতরে যেতে পারবেন। দ্বিতীয় স্তর যে জায়গাটি চিহ্নিত করা হয়েছে সেখানে সংবাদমাধ্যমের কর্মীদের সংবাদ পরিবেশন করার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। গণনা কেন্দ্রের ভিতর থাকছে সিসিটিভি, গণনা কেন্দ্রে কোনো রকম ওয়েবকাস্টিং হবে না। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট তারপরেই শুরু হবে ইভিএমের ভোট গণনার কাজ। পোস্টাল ব্যালেট গোনা হবে মূল ঘরের পাশে একটি ঘরে। স্ট্রংরুম থেকে এক এক করে আনা হবে ইভিএম এবং কমিশনের নিয়ম ও আইন অনুসারে গণনা করা হবে। সবকটি ইভিএম গণনা হয়ে গেলে সেটি আসবে কাউন্টিং অবজারর্ভারের টেবিলে। কাউনটিং অবজারর্ভার এবং রিটার্নিং অফিসার সমস্ত খতিয়ে দেখে তারপর ফলাফল ঘোষণা করবেন। 
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই সব রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে সকাল ৭ টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছানোর জন্য। স্ট্রং রুমের সিল ও তালা খোলা হবে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে এবং তা ভিডিওগ্রাফিও করা হবে। 
প্রথমে ইটিপিবিএসের ( ইলেকট্রনিক্যালি  ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম )  মাধ্যমে পোস্টাল ব্যলট গোনার কাজ শুরু হবে তারপর একে একে ইভিএমের গণনা শুরু হবে। মহারাষ্ট্রে এনডিএ বা মহাযুতি জোট না মহা বিকাশ আঘাড়ি জোট সরকার গড়বে। বিভিন্ন বুথফেরত সমীক্ষার বেশিরভাগ বিজেপি জোটকে এগিয়ে রাখলেও ঝাড়খণ্ডের ক্ষমতাসীন ইন্ডিয়া মঞ্চ ফের ক্ষমতায় আসবে না কি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পালা বদল ঘটাবে শনিবার গোটা দেশের নজর থাকবে সেদিকেই। রাজ্যের ছটি আসনের ভোটের ফলের দিকেও নজর থাকবে সকলের।
প্রসঙ্গত, ২০২১ পশ্চিমবঙ্গের এই ৬টি আসনের মধ্যে একটি ছিল বিজেপি’র দখলে আর বাকি পাঁচটি ছিল তৃণমূলের। লোকসভা নির্বাচনে এই ৬টি কেন্দ্রের বিধায়করা ভোটে জিতে সাংসদ হয়েছেন। সেই কারণে ৬টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৩ নভেম্বর। 

Comments :0

Login to leave a comment