Snowfall Sandakphu

মরশুমের প্রথম তুষারপাত সান্দাকফুতে

রাজ্য

নভেম্বরের এই সময়ে শৈল শহর জুড়ে প্রবল শীতের আমেজ। সাথে বইছে ঠান্ডা হাওয়া। তাপমাত্রার পারদ নামতেই সান্দাকফুতে মরশুমের প্রথম তুষারপাত ঘটলো। সাদা বরফের চাদরে ঢাকলো শৈল শহর দার্জিলিঙ। পার্বত্য অঞ্চলে বেশ ঠান্ডা পড়েছে। ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় থেকে সমতল। উত্তরের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে উত্তরের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমগ্র উত্তরবঙ্গ সহ দার্জিলিঙ পার্বত্য অঞ্চলে তাপমাত্রার পারদ ক্রমশ নামতে শুরু করেছে। 
উত্তরের পার্বত্য অঞ্চলে জমজমাটি শীতের আমেজ। ঘন কুয়াশার চাদরে মুড়ে গেছে পাহাড়। পাহাড় সমতল সর্বত্রই শুষ্ক আবহাওয়া বিরাজমান। ধীরে ধীরে শৈত্যপ্রবাহ আরো বৃদ্ধি পাবে। আপাতত তাপমাত্রার কোনরকম হেরফের হবেনা বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ছুটি কাটাতে সমতলের শিলিগুড়ি সহ দার্জিলিঙ পাহাড়ে বহু পর্যটকদের সমাগম হয়েছে। সান্দাকফুতে প্রবল তুষারপাতে আনন্দে মেতে উঠেছে পর্যটকরা। তুষারপাতের দরুন সান্দাকফু সাদা বরফে ঢেকে গেছে। ফলে পাহাড়ের বিস্তীর্ন এলাকা বরফের চাদরে মুড়ে গেছে। রাস্তাঘাট কয়েক ইঞ্চি পুরু বরফের নীচে চলে গেছে। নভেম্বরের প্রায় শেষে শৈত্যপ্রবাহে কাঁপছে পাহাড়ের একাংশ। ব্যাপক তুষারপাতে দার্জিলিঙ শহরের তাপমাত্রা একলাফে অনেকটাই নীচে নেমে গেছে। সাথে ঝড়ো হাওয়া চলছে। আগামী তিন চারদিন তুষারপাতের সম্ভাবনা তৈরী হয়েছে শৈলশহরে। দার্জিলিঙ ম্যালেও পর্যটকদের ভিড় ছিলো। এই সময়ে মনমুগ্ধ করা কাঞ্চনজঙ্ঘার দর্শন আর মনোরম পাহাড়ি আবহাওয়ায় বেড়াতে যেতে পাহাড়মুখো হচ্ছেন পর্যটকরা।
সিকিম আবহাওয়া দপ্তরের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বৃহস্পতিবার জানিয়েছেন, সিকিমের কিছু জায়গাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে। পাহাড়ের উঁচু জায়গা বিশেষ করে উত্তর সিকিমের ইয়াংথাঙ ও পূর্ব সিকিমের নাথুলা, ছাঙ্গু সহ বেশ কিছু জায়গায় আগামী দুই তিনদিন বরফপাতের সম্ভাবনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সান্দাকফুতে তুষারপাতে হয়েছে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। মেঘমুক্ত আকাশে দিনের বেলায় তাপমাত্রা বেশী থাকলেও সূর্যাস্তের পর শীতের আমেজ মিলবে জেলাগুলিতে। ধীরে ধীরে জাঁকিয়ে পড়বে উত্তরের জেলাগুলিতেও। 
আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আপাতত কালিম্পঙ, দার্জিলিঙ লাগেয়া সমতলের শিলিগুড়ি সহ উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সেইরকম কোন সম্ভাবনা নেই। তবে পাহাড় সমতল সহ উত্তরের পাঁচ জেলাতে চলতি মাসেই জাঁকিয়ে শীত পড়বে বলে আশাবাদী আবহাওয়া দপ্তর। শীতের এই মরশুমে পাহাড় লাগোয়া সমতলের শিলিগুড়ি ও দার্জিলিঙ পার্বত্য অঞ্চলে দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমিয়েছেন। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের গায়েও গরম জামাকাপড় উঠে গেছে। সকাল দুপুর রোদের কড়া তাপ অনুভূ হলেও, বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে। রকমারি শীতের বস্ত্র নিয়ে দোকানীরা দোকান সাজিয়েছেন। স্থানীয়দের পাশপাশি পর্যটকরাও শিলিগুড়ির বিধান মার্কেট সহ অন্যান্য মার্কেটগুলিতে শীতবস্ত্র কেনাকাটা করছেন।

Comments :0

Login to leave a comment