মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু অনশন চলবে। অনশন তোলার শর্ত আরোপ করে বৈঠকে যোগ দেওয়ার বার্তায় ক্ষোভ জানিয়েছেন তাঁরা। রবিবার জুনিয়র চিকিৎসকদের সাংগঠনিক বৈঠক (তাঁদের কথায় প্যান জিবি) হওয়ার পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
শনিবার মুখ্যসচিব আসেন ধর্মতলায় অনশন মঞ্চে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় জুনিয়র ডাক্তারদের। তাঁদের দাবি কী কী জানেন না, এমনই বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি সোমবার বৈঠকে যোগ দিতে বলেন। এরপরই নবান্ন থেকে ই-মেল করে বলা হয় অনশন তুলে নিয়ে বৈঠকে যোগ দিতে হবে।
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পক্ষে দেবাশিস হালদার জানিয়েছেন যে অনশনরত চিকিৎসকরাই দাবি মেটার আগে প্রত্যাহার করতে চাইছেন না অনশন। ফলে অনশন চলবে। তিনি বলেন, ‘‘আমাদের দাবি কী কী তা রাজ্য সরকারকে ই-মেল করে আজ জানিয়ে দেওয়া হবে। কাল রাজ্যের সমস্ত জেলায় জেলায় সিএমওএইচ দফতর অভিযান ও ডেপুটেশন জমা দেওয়া হবে"। তাঁরা আরও জানান যে আগামী কালের মিটিং থেকে যদি কোনো সদুত্তর না পাওয়া যায় তাহলে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার থেকে গোটা রাজ্যজুড়ে চিকিৎসক ধর্মঘটের দিকে যেতে বাধ্য হব আমরা।’’
জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় সিএমওএইচ’র দপ্তর ঘেরাও ও ডেপুটেশনের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি বাতিল হচ্ছে না।
অনশনের প্রায় ৩৫৫ ঘন্টা পেরিয়ে গেছে। অনশনের ১৬তম দিনে ধর্মতলার জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে রবিবার 'চিৎকার সমাবেশ' ডাক দিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি কী এবং সেই দাবিগুলোর যৌক্তিকতা কী তা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। তাই আরও একবার জনসমক্ষে তাঁদের বক্তব্য গুলো তুলে ধরবেন বলে জানিয়েছেন তাঁরা। এই 'চিৎকার সমাবেশে' সাধারণ মানুষকেও যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
সোমবার বিকেল পাঁচটায় নবান্নে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার জুনিয়র চিকিৎসকরা ফের বলেছেন যে যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ উঠবে না অনশন।
Junior Doctors
মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিলেও চলবে অনশন, যাচ্ছে দাবিপত্রও
×
Comments :0