November Revolution Day

নভেম্বর বিপ্লব দিবস আজ

রাজ্য

১০৭ বছর পরেও বিশ্বজুড়ে দক্ষিণপন্থার মোকাবিলায় বামপন্থীদের লড়াইকে শক্তি জোগাচ্ছে নভেম্বর বিপ্লব। আমেরিকায় যখন হোয়াইট হাউসে ঢোকার মুখে উগ্র জাতীয়তাবাদী হুঙ্কার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তখন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ও তার রূপকার ভি আই লেনিনের শোষণমুক্তির মতাদর্শ তুলে ধরে আন্তর্জাতিকতাবাদের কথা তুলে ধরছেন বামপন্থীরা। বৃহস্পতিবার সারা বিশ্বের সঙ্গে পশ্চিমবঙ্গেও মহান নভেম্বর বিপ্লব বার্ষিকীতে সেকথাই উচ্চারিত হবে।

বৃহস্পতিবার ১০৮তম নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় সকাল সাড়ে দশটায় লেনিন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। জেলাগুলিতেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন করা হবে সিপিআই(এম)’র উদ্যোগে। কলকাতা সহ কিছু জায়গায় মার্কসীয় সাহিত্যবিক্রয় কেন্দ্রও খোলা হয়েছে নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে। সিপিআই(এম)’র দপ্তরগুলিকে লাল আলোয় ও লাল পতাকায় সাজানো হচ্ছে। সভা, সেমিনার, শিক্ষাশিবির ইত্যাদির মাধ্যমে পালন করা হবে নভেম্বর বিপ্লব বার্ষিকী।

১৯১৭ সালের ৭ নভেম্বর রাশিয়াতে কমরেড ভি আই লেনিনের নেতৃত্বে শ্রমজীবী মানুষের রাষ্ট্রক্ষমতা দখলের লক্ষ্যে বিপ্লবী অভ্যুত্থান শুরু হয়। পরবর্তী দশটি দিন ‘দুনিয়া কাঁপানো দশ দিন’ হিসাবেই খ্যাত। প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। মানব ইতিহাসের গৌরবময় সংগ্রাম করে ইউরোপের বুকে ফ্যাসিবাদীদের পতন ঘটাতে ভূমিকা পালন করেছিল সোভিয়েত ইউনিয়ন। বর্তমানে সোভিয়েত ইউনিয়ন না থাকলেও নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা আজকের দিনেও প্রবলভাবে রয়েছে বলে মনে করেন শ্রমজীবী শোষিত মানুষের মুক্তিকামীরা। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পুঁজিবাদ সঙ্কটে যতোই হাবুডুবু খাচ্ছে ততোই চরম দক্ষিণপন্থাকে ক্ষমতায় কায়েম করে টিকে থাকার চেষ্টা করছে, মানুষের ওপরে আরও বেশি করে বোঝা চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে ততই বেশি করে মার্কসবাদ যথার্থতা ও সমাজতন্ত্রের প্রয়োজন প্রমাণিত হচ্ছে। নভেম্বব বিপ্লব তাই আজও শোষিত মানুষের মুক্তির সংগ্রামের আলোকবর্তিকা।

Comments :0

Login to leave a comment