এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৭৫০ কিলোমিটার দূরে অবস্থান করেছে অতিগভীর নিম্নচাপটি। বুধবার সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই অতিগভীর নিম্নচাপটি সুস্পষ্ট ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। যার জেরে রাজ্যের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাংবাদিক বৈঠকে জানান, ‘‘২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর রাজ্যের নয় জেলায় সমস্ত স্কুল কলেজ বিশ্বাবিদ্যালয় বন্ধ থাকবে। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে।’’
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘ঘূর্ণিঝড় ‘দানা’ ২৪ অক্টবর রাত থেকে ২৫ অক্টবর সকালের মধ্যে ল্যান্ড ফল হতে পারে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ওডিশ্যার উপকূলের মধ্যে আছড়ে পর্বে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ হবে ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা।’ এই বিষয়ে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে বলেছে, ২৩ অক্টোবর উপকূলবর্তী জেলা অর্থাৎ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ২৪ অক্টোবর দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমরা সব জেলার ডিএম এসপি দেরসাথে বৈঠকে করেছি। জেলার বিভিন্ন জায়গাতে এনডিআরএফকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছি। উপকূল এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ শুরু হয়ে গেছে। সমুদ্র তীরে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে।’’
Cyclone Dana
দানা’র আশঙ্কায় ৯ জেলায় ৪ দিন বন্ধ থাকবে স্কুল
×
Comments :0