Siliguri Weather

শিলিগুড়িতে বৃষ্টি, জলমগ্ন বেশ কিছু এলাকা

রাজ্য জেলা

এদিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতো এদিন সন্ধ্যার পর বৃষ্টি শরু হয়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের। পূর্বাভাস অনুযায়ী, স্বস্তির বৃষ্টি নামে শিলিগুড়িতে। গত কয়েকদিন থেকেই প্রবল গরমে হাঁসফাঁস করছিলো শহরবাসীরা। রোদের তাপে সাধারণের নাজেহাল অবস্থা। গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর এদিন বিকেলে আচমকাই শহর ও সংলগ্ন এলাকায় বৃষ্টি নেমেছে। দুপুরের পর থেকেই আকাশে হালকা মেঘের আনাগোনা দেখা যায়। রোদের তেজ কমে যায়। বিকেল গড়াতেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। চারিদিক অন্ধকার করে আসে। এরপরেই বৃষ্টি শুরু হয়ে যায়। প্রায় ঘন্টা খানেক সময় মুসলধারে বৃষ্টি চলে। এদিনের বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। বৃষ্টির সাথে ঠান্ডা হাওয়া চলতে থাকে। পরে বেশ কিছুক্ষন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ফলে গরমে নাজেহাল মানুষ অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছে। আই এম ডি পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দার্জিলিঙ’য়ের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এদিন অল্প সময়ের বৃষ্টিতেও শিলিগুড়ি শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তবে আকাশের যা অবস্থা তাতে আরো বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি মহকুমার গ্রামাঞ্চলেও প্রবল বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। 
আজ থেকে আগামী তিনদিন বৃহস্পতি, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। বুধবার একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। এদিন সকাল থেকে কোথাও আকাশের মুখ ভার আবার কোথাও দেখা মিলেছে রোদের। কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যার পর থেকে। বৃষ্টির সম্ভবনা রয়েছে শুক্র ও শনিবার। দার্জিলিঙ, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা এবং উত্তর দিনাজপুরে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলিতে। নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলাতেই শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Comments :0

Login to leave a comment