Birbhum Gangrape

সাঁইথিয়ায় নাবালিকা ধর্ষণ, গ্রেপ্তার দুই কাকা

রাজ্য

Birbhum Gangrape


মা আগেই মারা গিয়েছেন। বাবাও আর থাকে না কাছে।  বাবার কোনো খোঁজ নেই। অসহায় আদিবাসী  নাবালিকা মেয়েটি থাকত দুই কাকার কাছেই।  সেই কাকাদেরই  ধর্ষণের শিকার হয়েছে ওই নাবালিকা বলে অভিযোগ।  অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। সাহস করে নিজেই এসে থানায় অভিযোগ করেছে মেয়েটি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, আদিবাসী নাবালিকার মা মারা গিয়েছে বাবা বাড়ি ছেড়ে পালিয়েছে। খোঁজ নেই। দুই কাকা স্বপন হাঁসদা ও সোমাই হাঁসদার কাছেই থাকতো সে। অভিযোগ,  দুই কাকা গত শুক্রবার রাত্রে মদ্যপ অবস্থায় তাদের নাবালিকা ভাইঝিকে ধর্ষণ করে। ঘটনার কথা প্রতিবেশীদের  জানায় ওই নাবালিকা। প্রতিবেশীদের সাথে ঘটনার রাত্রেই নিজেই এসে অভিযোগ করে সাঁইথিয়া থানায়। কয়েকজন প্রতিবেশী তাকে সাহায্য করেছে। অভিযোগ পেয়েই ওই নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্যে পাঠানো হ হাসপাতালে। অন্যদিকে, অভিযুক্ত দুই কাকাকে গ্রেপ্তার করে সাঁইথিয়া থানার পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

 

Comments :0

Login to leave a comment