এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ১৮ তম সম্মেলন সোদপুর লোকসংস্কৃতিক ভবনে হয় শুক্রবার। কমরেড বাসুদেব আচারিয়া নগর এবং কমরেড সমীর ভট্টাচার্য ও কমরেড পরিতোষ রায় রঞ্জন রায় মঞ্চ নামকরণ করে সম্মেলন হয়। স্মরণ ও শোক প্রস্তাব গ্রহণ করে সম্মেলন শুরু হয়।
উদ্বোধন করে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক বিবেক আশিস মিশ্র। মহাম্মদ তাসকিল, সঞ্জয় ভট্টাচার্য, অমিত ভট্টাচার্য, কল্লোল চৌধুরী, শুভ্রা পাল, রামপ্রসাদ দে, সত্যজিৎ সমাদ্দার কে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী সম্মেলন পরিচালনা করে। মূল প্রতিবেদন উত্থাপন করেন দিব্যেন্দু চক্রবর্তী। ছিলেন মোট ৩০০ জন প্রতিনিধি।
সম্পাদকীয় প্রতিবেদনের উপরে আলোচনা করেন ১৫ প্রতিনিধি।
রাষ্ট্রায়্ত্ত বিমা সংস্থা এলআইসি’র সমস্যা নিয়ে আলোচনা করে এলআইসি' কে বাঁচানো লড়াই আন্দোলন এবং এজেন্টদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়। এলআইসি-কে কেন্দ্রীয় সরকার যেভাবে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়ার পথে হাঁটছে, তাকে ঠেকাতে হবে।
লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এলআইসি' কে বাঁচানোর পাশাপাশি এজেন্টদের দাবি দেওয়া সমস্যা নিয়ে আগামী দিনের আন্দোলনের রূপরেখা এবং আন্দোলন সংগ্রাম গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া হয় সম্মেলনে।
সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তম ভৌমিক, সভাপতি নির্বাচিত হয়েছেন দিব্যেন্দু চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শুভঙ্কর দে। এই সম্মেলন থেকে মোট ৩৫ জনের কমিটি নির্বাচিত হয়েছে।
Comments :0