MUKTADHARA | PROBANDHAYA — INDIANS | BASAB BASAK — 27 MARCH 2024

মুক্তধারা | প্রবন্ধ — ভারতীয়ত্বের খোঁজে | বাসব বসাক (গত সংখ্যার পর) — ২৭ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  PROBANDHAYA  INDIANS  BASAB BASAK  27 MARCH 2024

মুক্তধারা  

প্রবন্ধ   

ভারতীয়ত্বের খোঁজে  

বাসব বসাক  

(গত সংখ্যার পর) 

গত ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন ভৌগোলিক
এলাকায় বসবাসকারী বিভিন্ন ভাষাভাষী আদিবাসী জনজাতি ও অ-আদিবাসী গোষ্ঠীর
মানুষের দেহ থেকে ডিএনএ সংগ্রহ করে এই কঠিন কাজটি সম্পন্ন করা হয়েছে।
ভারতের নৃতাত্ত্বিক সর্বেক্ষণের হিসাবে ভারতে কম-বেশি ৪০০ জনজাতি গোষ্ঠী,
৪০০০ জাতি ও উপজাতি গোষ্ঠী এবং প্রায় দেড়শ’ পরিযায়ী ও ধর্মীয় গোষ্ঠী আছে।
কিন্তু জিনগত বিন্যাসের বিচারে দেখা গেছে যে, ভারতের মূল ভূখণ্ডের
জনগোষ্ঠীগুলির জিন ভাণ্ডার আসলে পূর্বজ চারটি জনগোষ্ঠীর অবদান। ইন্দো-
ইয়োরোপীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশিয়াটিক ও তিব্বতী-বর্মীয় ভাষাগোষ্ঠীগুলির
প্রত্যেকটির জিন ভাণ্ডার গঠনে এক একটি পূর্বজ গোষ্ঠীর জিনের ভূমিকা যেমন
আছে, তেমনই ভারতের সামগ্রিক জিন ভাণ্ডার গঠনে প্রতিটি পূর্বজ জিনগোষ্ঠীর
অবদান আছে।

অন্যদিকে নোবেল জয়ী সাভান্তে পাবো প্রশ্নাতীতভাবে প্রমাণ করেছেন যে, আজ
থেকে আনুমানিক ৪৫০০০ বছর আগে হোমো স্যাপিয়েন্সের পাশাপাশি হোমো গণভুক্ত
আরও অন্তত ২০টি প্রজাতির অস্তিত্ব ছিল এবং শুধু তাই নয়, এইরকম অন্তত
দু’টি মানব প্রজাতি হোমো নিয়েন্ডারথালনেনসিস ও হোমো ডেনিসোভানদের সঙ্গে
আধুনিক মানব হোমো স্যাপিয়েন্সদের জননগত সম্পর্কের প্রমাণও পাওয়া গেছে।
ফলে পরিযায়ী হোমো স্যাপিয়েন্সদের সঙ্গে নিয়েন্ডারথাল বা ডেনিসোভান মানবের
জিনেরও পরিযান ঘটেছে এবং অল্পমাত্রায় হলেও সেই জিন আজও আমাদের জিন
ভাণ্ডারে দিব্যি আছে। সাম্প্রতিককালে দেখা গেছে কোভিড সংক্রমণে যারা সহজে
কাবু হয়ে পড়েছিল তাদের অনেকের মধ্যেই নিয়েন্ডারথাল জিনের প্রাবল্য ধরা
পড়েছে। আবার নিয়েন্ডারথাল জিন যাদের কিঞ্চিৎ বেশি, বিজ্ঞানীদের দাবি তাদের
মধ্যেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং ভোরে ওঠার প্রবণতা নাকি বেশি দেখা যায়।
অন্যদিকে ডেনিসোভান জিনের ভাগ যাদের ০.৩ শতাংশ বা তার বেশি তারা আবার কম

অক্সিজেনে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। তিব্বতী জনগোষ্ঠীর মধ্যে পাওয়া গেছে
এই ডেনিসোভান জিনের প্রাবল্য।
[চলবে]

Comments :0

Login to leave a comment