E-book release on Muzaffar Ahmad

‘এক বিপ্লবী কমিউনিস্ট’, মুজফফ্‌ফর আহমদকে নিয়ে ই-বই প্রকাশ

রাজ্য

Muzaffar Ahmad মুজফফ্‌ফর আহমদকে নিয়ে ই-বই প্রকাশ

নতুন মোড় নিয়েছে স্বাধীনতার লড়াই। একদিকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। আর তার তিন বছর আগে বহয়েছে সোভিয়েতে বলশেভিক বিপ্লব। গ্রন্থিতে গ্রন্থিতে ছড়িয়ে পড়ছে নতুন চেতনা- শ্রমজীবীর রাষ্ট্র সম্ভব। দুই নবীন সেই ১৯২০-তে শুরু করছেন নতুন সান্ধ্য দৈনিকের - ‘নবযুগ’।
সেদিন কাজী নজরুল ইসলামকে নিয়ে শুরু করেছিলেন নতুন পত্রিকার। এর পরের ইতিহাসে কখনও ঢেউয়ে উঠে কখনও নেমে পুরো জীবন কাটিয়ে দিয়েছেন মুজফ্‌ফর আহমদ। অবিস্মরণীয় এই কমিউনিস্ট নেতা, সবাধীনতা সংগ্রামীকে নিয়ে ই-বই ‘এক বিপ্লবী কমিউনিস্ট’ প্রকাশ করেছে ‘গণশক্তি’।  
৫ আগস্ট, মুজফ্‌ফর আহমদের জন্মদিনে, এই বই প্রকাশ করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বই পাওয়া যাচ্ছে পোর্টালে। 
১৯২০-তেই ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল তাসখন্দে। বলশেভিক সংগঠন ও মজুর সমস্যার ওপর পড়াশোনা করতে করতে পুরোদমে জড়িয়ে পড়েছিলেন কমিউনিস্ট পার্টির সঙ্গেই। এরপর কানপুর বলশেভিক ‘ষড়যন্ত্র’ মামলায় ৮ জনের সঙ্গে আসামী মুজফ্‌ফর আহমদও। কারণ ব্রিটিশ পুলিশের কড়া নজরে তখন কমিউনিস্টরা। বাকিদের মধ্যে ছিলেন মানবেন্দ্রনাথ রায়। সশ্রম কারাদণ্ড হয় মুজফ্ফর আহমদ, শওকত উসমানি, নলিনী দাশগুপ্তের। কানপুর ষড়যন্ত্র মামলারও শতবর্ষ এবার। 

( ক্লিক করুন )

 

( ক্লিক করুন )
এমন সংগ্রামী জীবনের গুরুত্বপূর্ণ মোড়ের ছবি এই ই-বইয়ে।

 

অলঙ্করণ করেছেন শিল্পী মনীষ দেব।

Comments :0

Login to leave a comment