NABABARSHA 1431 — ALO - CHAYA - HASI -KANNA | MANISH DEB — 14 APRIL 2024

নতুনপাতা | নববর্ষ — ১৪৩১ | — আলো-ছায়া-হাসি-কান্না | মনীষ দেব — পয়লা বৈশাখ

ছোটদের বিভাগ

NABABARSHA 1431  ALO - CHAYA - HASI -KANNA  MANISH DEB   14 APRIL 2024

নতুনপাতা | নববর্ষ ১৪৩১ 

 — আলো-ছায়া-হাসি-কান্না

      মনীষ দেব

      পয়লা বৈশাখ

     নতুনপাতা — নতুন আলোয় — যখন ফিরে তাকালো — তখন বৈশাখ। এমনই এক বৈশাখের প্রথম সকাল — দিনলিপি গায়ে লেখা — পয়লা বৈশাখ।
     বৈশাখ — হয়তো কোনও একদিন 'তাহাদের' মাঝ থেকে ধূলা মাখা পায়ে একজন এসে বলে যাবে — তোমার নতুন পথচলার রুক্ষ-উষর-ধূসর বৈশাখের মতোই- রুক্ষ-উষর-ধূসর জীবন আমাদের। তাই তোমার সঙ্গে পথচলার দোসর আমরা।
     কাঁদা লেপা হাতে যে মেয়েটার নামতা পড়া হয়নি। সে উঠে দাঁড়িয়ে বলবে — তুমি আমায় নামতা শেখাবে? তুমি তো কত কথা বলো, তোমার পাতায় পাতায় — দুঃখী গোয়ালিনীর কথা —  কথা না ফোঁটা পালানের; দাঙ্গায় খুন হয়ে হয়ে যাওয়া বাপের দাফানের কথা। অন্ন না জোটা অষ্টমী বৈরাগীর — রাই জাগো, রাই জাগো'র কথা। 
     নামতা না  জানা মেয়ে তোমার — নামতা শেখা হবে কিনা কে বলবে! তবে আমাদের পাতায় পাতায় জেগে থাকবে — অষ্টমী বৈরাগী। পালানের বাপ। দুঃখী গোয়ালিনী আর ধূলো মাখা পায়ের দামাল শিশুদের — আলো-ছায়া-হাসি-কান্না।

 

Comments :0

Login to leave a comment