NATUNPATA | COLOURFUL FEST | POETRY — GOURI SENGUPTA — 26 MARCH 2024

নতুনপাতা | রঙ উৎসবের কবিতা — বসন্ত রং | গৌরী সেনগুপ্ত — ২৬ মার্চ ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  COLOURFUL FEST  POETRY  GOURI SENGUPTA  26 MARCH 2024

নতুনপাতা  

রঙ উৎসবের  কবিতা

বসন্ত রং
গৌরী সেনগুপ্ত


ঘরছুট সেই একটা ছেলে পিচকারিতে আবির ঢেলে
  ডান হাতে তার বালতিখানা
   বাঁ হাতে এক রং-এর মুঠ
পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা যেই আসছে গাড়ির চাকা
   এইসা টেনে পিচদানিটা
    ছিটিয়ে দিয়ে মারলো ছুট ।

দৌড় দিয়ে সে থামলো এসে বাড়ির নিচের সেই কার্নিসে
     বেজায় খুশি রং মেখেছে
      সাদা গাড়ির বৃষ্টি কাচে
ভাবছে এসে মোড়ের মাথায় হলো  কি ঐ রাস্তায়
      ঝুঁকে দেখে চুপিসারে
      তেড়ে আসলে  সর্বনাশ ।

সারা দুপুর রং ছুড়লো ভাবলো একা জিতেই গেল
        বালতিটাকে খালি দেখে
         টগবগিয়ে ঘর সটান
এমন সময় বাড়ির পথে এক্কেবারে হাতে নাতে
          বুবলু শিবু গোবলারা সব
           বানায় তাকে হনুমান ।

এইটা রাখি মোবাইলে আবার একটা ফাগুন এলে
     এইটা যাবে ভাইরালে
     বেপরোয়ার অবোধ সুখ
রং ফাগুয়ার এমন উড়াল প্যাস্টেলে এক সূর্যের ঢাল
      সহজ জীবন সহজ বোধ
      আজ বাংলার সঠিক মুখ ।

Comments :0

Login to leave a comment