NATUNPATA | COLOURFUL FEST STORY — SADHU | SOURISH MISHRA — 26 MARCH 2024

নতুনপাতা | রঙ উৎসবের গল্প | সাদু | সৌরীশ মিশ্র — ২৬ মার্চ ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  COLOURFUL FEST STORY  SADHU  SOURISH MISHRA  26 MARCH 2024

নতুনপাতা

রঙ উৎসবের গল্প

সাদু

সৌরীশ মিশ্র

"ভাই, তোকে না একদম চেনাই যাচ্ছে না, জানিস!"
"আর তোকে যেন খুব চেনা যাচ্ছে!"
পাভেল আর খুশি দুই ভাই-বোনের মধ্যে এই কথাবার্তা চলছে। দু'জনই হেঁটে বাড়ি ফিরছে। দু'জনই রঙ মেখে একেবারে ভূত! আজ যে দোল!
ওরা দুই ভাই-বোনই রঙ খেলতে ভালবাসে খুব। তাই, একপ্রকার অপেক্ষা করেই বসে থাকে ওরা এই দোল পূর্ণিমার দিনটার জন্য।
এখন প্রায় সকাল এগারোটা। খুশি গিয়েছিল ওর বন্ধু নয়নার বাড়ি। আর পাভেল তার বন্ধু রক্তিমের বাড়িতে। নয়না আর রক্তিম দু'জনই খুশি, পাভেলদের পাড়াতেই থাকে।
খুশি, পাভেল দু'জনেরই স্কুল এখন বন্ধ। এপ্রিলে নতুন ক্লাসে উঠবে ওরা। খুশি সেভেনে। পাভেল ফোরে।
রাস্তা প্রায় ফাঁকা। আর একটু এগোলেই ওদের বাড়ি। ঠিক তখুনি, ওদের পিছু নিল ওদের পাড়ার কুকুর সাদু। ধবধবে সাদা গায়ের রঙের জন্য ওর'ম নাম ওর। পাভেল, খুশি দু'জনই সাদুকে ভীষণ ভালবাসে। ওরা সাদুর গায়ে-মাথায় হাত বুলিয়ে দিল একটু। সাদু লেজ নাড়তে থাকল আনন্দে।
তখুনি, পাভেল হঠাৎ বলল, "দিদি, সাদুকে একটু রঙ মাখাবি? আজ দোল। আমাদের চেনা সবাইকে রঙ মাখালাম, সাদুকেও তো মাখানো উচিত, কি বল্?"
"ঠিক বলেছিস ভাই। সাদু আমাদের কতো ভালবাসে। চল্, ওকেও রঙ মাখাই।"
পাভেল আর খুশি ওদের হাতে ধরা রঙের প্লাসটিকটা থেকে রঙ বের করতে উদ্যত হয়। ঠিক তখুনি, ওদের বাড়ির দোতলার বারান্দা থেকে ওদের বাবা পলাশবাবু চেঁচিয়ে বলে ওঠেন, "অ্যাই, কি করছিস তোরা?"
"সাদুকে রঙ মাখাচ্ছি বাবা।" বলে পাভেল।
"একদম না। তোরা এক্ষুনি বাড়ি চলে আয়।"
"বাবা, আসছি বাড়ি। সাদুকে একটুখানি রঙ মাখিয়েই আসছি।" 
"না বলেছিনা। এখোনি আসো তোমরা।"


অগত্যা দুই ভাই-বোনই পা বাড়ায় বাড়ির দিকে। সাদুকে রঙ মাখাতে না পারায় মনটা খারাপ হয়ে গিয়েছে দু'জনেরই।
বাড়ি ঢোকা মাত্রই বাবাকে দেখতে পায় পাভেল, খুশি।
"বাবা, তুমি সাদুকে রঙ মাখাতে দিলে না কেন?" বাবাকে দেখামাত্রই প্রশ্নটা করে খুশি।
"সাদুর যেন কোনো ক্ষতি না হয় তার জন্য।" বলেন পলাশবাবু।
বাবার উত্তরটা শুনে আকাশ থেকে পড়ে যেন ভাই-বোন। সাদুকে রঙ মাখালে সাদুর ক্ষতি হবে!
পলাশবাবু ছেলে-মেয়ে তাঁর কথা ধরতে পারছেনা বুঝতে পেরে বলতে শুরু করেন, "দ্যাখ্, তোরা তো সাদুকে রঙ মাখাতি, কিন্তু সাদু তো তোদের মতোন স্নান করতে পারে না যে একটু বাদেই ও সেই রঙ তার শরীর থেকে ধুয়ে ফেলতে পারবে, তার মানে সেই রঙ ওর স্কিনের সংস্পর্শে রয়েই যাবে। হতে তো পারে, তা থেকে ওর স্কিন ইনফেকশন হল। আর তা হলে তো ওকেই কষ্ট পেতে হবে।"
বাবার কথা শুনে ভাই-বোন এবার বুঝতে পারে বড্ড ভুল হয়ে যাচ্ছিল ওদের। এসব তো ভেবেই দেখেনি ওরা।
"বাবা, সাদুর খারাপ করে ফেলছিলাম, না আমরা? আর কোনোদিন করবোনা, দেখো।" বলে খুশি।
পাভেলও সাথে সাথে বলে ওঠে, "না না, কোনোদিন না।"
ছেলেমেয়ের কথা শুনে "ভেরি গুড" বলে ওঠেন পলাশবাবু।

Comments :0

Login to leave a comment