SC GOVERNOR

বিল আটকে রাখায় পশ্চিমবঙ্গ, কেরালার রাজ্যপালদের নোটিশ সুপ্রিম কোর্টের

জাতীয়

বিল আটকে রাখার ব্যাখ্যা তলব করল সুপ্রিম কোর্ট। কেরালা ও পশ্চিমবঙ্গ, দু’রাজ্যেরই, রাজ্যপালের দপ্তরে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। দুই রাজ্যের সরকারের দায়ের করা মামলার শুনানি শুক্রবার হয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্র্লচূড়ের বেঞ্চে। 
বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ৮টি বিল আটকে রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দপ্তরে। 
কেরালা সরকারের পক্ষে এদিন সওয়াল করেন আইনজীবী কেকে বেণুগোপাল। তাঁর যুক্তি, রাষ্র্সপতির কাছে পাঠানোর কথা বলে দিনের পর দিন বিল আটকে রাখার অর্থ রাজ্য সরকারের সঙ্গে অসহযোগিতা করা। কেরালা সরকারের আবেদনে বলা হয়েছে, রাজ্যপালের উপেক্ষা গণতান্রিকেক সুশাসনের প্রচেষ্টায় অন্তর্ঘাত। রাজ্যবাসী জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা পাওয়ার অধিকারকেও খর্ব করে এই ধরণের প্রয়াস। 
পশ্চিমবঙ্গের আবেদনে বলা হয়েছে, আটকে থাকা আটটি বিলের মধ্যে ৬টি পাঠানো হয় যখন রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর। পরের দু’টি বিল পাঠানো হয়েছিল রাজ্যপাল আনন্দ বোসের কাছে। 
কেরালার রাজ্যপালের দপ্তরকে এর আগেও অসহযোগিতার জন্য সুপ্রিম কোর্টের কড়া তিরস্কারের মুখে পড়তে। সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়েন তামিলনাডুর রাজ্যপালও। 
পশ্চিমবঙ্গে আটকে থাকা বিলগুলির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় আইন সংশোধন, প্রাণী ও মৎস্যবিদ্যা বিশ্ববিদ্যালয় আইন সংশোধন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন, কৃষি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন, স্বাস্য্ববিজ্ঞান বিশ্ববিদ্যালয় আইন সংশোধন, আলিয়া বিশ্ববিদ্যালয় আইন সংশোধন সংক্রান্ত বিল। 
পশ্চিমবঙ্গে যদিও রাজ্য সরকারও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্র্ ণ চাপিয়ে দেওয়ার জন্য সমালোচিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণতান্রিনিক কাঠামো ভাঙার অভিযোগে সরব হয়েছেন শিক্ষাবিদরা। বিভিন্ন অংশই বলেছে, রাজ্যের তৃণমূল সরকারের ভূমিকাকে ব্যবহার করে শিক্ষায় অরাজকতা নামিয়ে আনার বন্দোবস্ত পাকা করছে কেন্রে ুর বিজেপি সরকার।

Comments :0

Login to leave a comment