‘ইন্ডিয়া’র বাইরে, কার্যক্ষেত্রে বিজেপি’র সহযোগী। এমন দুই দল, ওডিশার বিজেডি এবং অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কংগ্রেস রাজ্যের বিশেষ মর্যাদা নিয়ে আলোচনার দাবি তুলল। বিহারের জন্যও বিশেষ মর্যাদা সংক্রান্ত আলোচনার দাবি জানিয়েছে বিজেপি’র শরিক জনতা দল (ইউ)।
সোমবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে, রবিবার, নয়াদিল্লিতে হয়েছে সর্বদলীয় বৈঠক। নিট পরীক্ষা ঘিরে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিশদ আলোচনার দাবিতে ফের সরব হয়েছে কংগ্রেস।
এই বছরই ভোট হওয়ার ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনে পেশ হয়েছে সরকারের সাময়িক খরচ অনুমোদনের ভোট অন অ্যাকাউন্ট। ফলে ২২ জুলাই থেকে বাদল অধিবেশনেই পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। সোমবার সংসদে পেশ হবে অর্থনৈতিক সমীক্ষা।
জানা গিয়েছে, বৈঠকে লোকসভার উপাধ্যক্ষ পদ বিরোধীদের ছাড়ার দাবিও তুলেছে কংগ্রেস। রীতি অনুযায়ী লোকসভার এই পদ বিরোধীদের দেওয়া হয়। তবে গতবার লোকসভায় উপাধ্যক্ষ পদে কাউকে নির্বাচিত করাই হয়নি। এবারও সরকারপক্ষের থেকে নিশ্চিত আশ্বাস মেলেনি।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর আহ্বানে এদিন বৈঠকে যোগ দেন রাজনৈতিক দলগুলির লোকসভার দলনেতারা। জানা গিয়েছে, বৈঠকে বিহারের বিশেষ মর্যাদার দাবিতে সরব হয় নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউ)।
বৈঠকে সভাপতিত্ব করেছেন রাজনাথ সিং। সর্বসম্মতিতে ঠিক হয়েছে বিষয় নির্দিষ্ট ২৪টি স্থায়ী কমিটি গড়া হবে।
কংগ্রেসের গৌরব গগৈ মেডিক্যাল প্রবেশিকা ‘নিট’ ঘিরে দুর্নীতির প্রসঙ্গে সরব হন। জানা গিয়েছে, বিশদে আলোচনার দাবি জানান তিনি। ইডি এবং সিবিআই-কে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহারের বিষয়টি আলোচনায় আনতে বলেন তিনি। সেই সঙ্গে বিরোধীদের জন্য উপাধ্যক্ষ পদ ছাড়ার বিষয়ও বলেছেন তিনি।
সমাজবাদী পার্টির রামগোপাল যাদব উত্তর প্রদেশে খাওয়ার দোকানের মালিকদের নাম জানানোর নির্দেশিকা নিয়ে সরব হন বৈঠকে। রাজ্যের বিজেপি সরকার এই নির্দেশিকা দিয়েছে পুলিশকে দিয়ে। কাঁওয়ার যাত্রীতে অংশ নেওয়া দর্শনার্থীদের নাম জানাতে হবে দোকানদারদের। কর্মীদের নামও জানাতে হবে। মুসলিমদের জীবিকাচ্যুত করার এই নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সিপিআই(এম) সহ বিভিন্ন দল।
এদিন বৈঠকে অংশ নেন লোকসভায় প্রতিনিধিত্ব রয়েছে এমন ৪৪ দলের ৫৫ জন নেতা।
রিজিজু বলেছেন, ‘‘কার্যকর আলোচনা হয়েছে। সব দলের কক্ষ নেতাদের মতামত নেওয়া হয়েছে। রাজনাথ সিং সকলকে আবেদন জানিয়েছেন যাতে আলোচনার মাঝখানে কোনও সদস্য বাধা তৈরি না করেন। এর আগে লোকসভার বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের মাঝে বাধা দেওয়া হয়েছিল।’’
২২ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলার কথা। ৬টি বিল পেশ হওয়ার কথা রয়েছে। ব্যাঙ্ক বেসরকারি করণের লক্ষ্যে সংশোধনী বিলও পেশ করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। বিলের প্রস্তাব অনুযায়ী সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সরকারের শেয়ার ৫১ শতাংশের কম করা হবে।
PARLIAMENT ALL PARTY
‘বিশেষ মর্যাদা’ দাবি তিন রাজ্যের, কাল শুরু সংসদের অধিবেশন
×
Comments :0