উৎপল মজুমদার
বিদ্যুতের খুঁটি বসাতে বাধা কারণ নয়। চাহিদা অনুযায়ী মানিকচকে বিদ্যুৎ বহন এবং সরবরাহ করার ক্ষমতাই নেই সাবস্টেশনের। বিদ্যুৎ আন্দোলনে গুলি চলার পর শুক্রবার এই ব্যাখ্যা শুনছেন মানিকচকের বাসিন্দারা।
মালদহের মানিকচক ব্লক বিদ্যুতের দাবিতে উত্তাল হয় বৃহস্পতিবার। দশ জায়গায় অবরোধ করেন বসিন্দারা। পুলিশ অবরোধ তুলতে নামলে উত্তেজনা চরমে পৌঁছায়। এনায়েতপুরে পুলিশ গুলি চালালে আহত হন তিন প্রতিবাদী। তাঁরা রয়েছেন হাসপাতালে।
গুলিবিদ্ধ এক প্রতিবাদীর দিদিকে আবার তুলে নিয়ে যায় পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন মালদহ জেলা পরিযায়ী শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক তথা সিআইটিইউ নেতা কামাল সেখ। সিআইটিইউ নেতৃবৃন্দ জানিয়েছেন প্রতিবাদে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তেজনার মধ্যেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন যে মানিকচকে তিনটি খুঁটি বাসনো যায়নি বাধার কারণে। টানা বিদ্যুতের সমস্যার মূলেও রয়েছে ওই তিনটি খুঁটি বসাতে না পারা।
কিন্তু শুক্রবার বিদ্যুৎ দপ্তরের একটি সূত্র জানিয়েছে যে সমস্যা সেখানে নয়। তিনটি জায়গায় খুঁটি বসলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে না। কেননা মানিকচকের যে সাবস্টেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় তার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ বহন ও সরবরাহ করার ক্ষমতা নেই। এই সাবস্টেশনের মান বাড়াতে হবে। নয়তো দ্বিতীয় সাবস্টেশনের পরিকল্পনা করতে হবে। যা এখনও করা হয়নি।
পুলিশের এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে শুক্রবার মানিকচক ব্লকে ১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিল বামফ্রন্ট। কংগ্রেসও এই ধর্মঘটকে সমর্থন করে। শুক্রবার জনতার ব্যাপক সাড়া মিলেছে ধর্মঘটে।
ধর্মঘটকে সফল করায় মানিকচক ব্লকের বাসিন্দাদের অভিনন্দন জানান সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিনহা। তিনি বলেন, ‘‘প্রথমে পুলিশের গুলিতে আহত একজনের দিদি সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তারপর সারা রাত বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে একজন মালদহ জেলা পরিযায়ী শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক তথা সিআইটিইউ নেতা কামাল সেখ। তাঁদের আজ মালদহ আদালতে তোলা হয়। কারোর জামিন হয়নি।’’
Comments :0