Jalpaiguri Rally 26th

মিছিল জলপাইগুড়িতেও, কৃষিঋণ মকুবের সঙ্গে দাবি খাল সংস্কারেরও

জেলা

জলপাইগুড়িতে মিছিল শ্রমিিক, কৃষক, খেতমজুর সংগঠনগুলির ডাকে। ছবি: প্রবীর দাশগুপ্ত

অবিলম্বে কৃষি ঋণ মকুব, বন্যা নিয়ন্ত্রণ ও তিস্তার খাল সংস্কার, বন্যপ্রাণী কৃষি ফসল নষ্ট করলে ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি, ১০হাজার টাকা পেনশন, রেগায় খেতমজুরদের বছরে ২০০ দিন কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি, শ্রমকোড বাতিল করার দাবিতে সংযুক্ত কিসান মোর্চা ও ট্রেড ইউনিয়ন সমূহের ডাকে জলপাইগুড়ি জেলার বিক্ষোভ মিছিল সমাজ পাড়া মোড় থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছায়। সেখানে অবস্থান করেন শ্রমিক কৃষক খেতমজুর আন্দোলনের নেতৃত্ব ও সদস্য সমর্থকরা। অবস্থান বিক্ষোভ থেকে জেলাশাসকের হাতে দাবিপত্র তুলে দিতে যান নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলা সম্পাদক আশিস সরকার, বর্ষীয়ান কৃষক নেতা ও প্রাক্তন সংসদ জিতেন দাস, সিআইটিইউ নেতা শুভাশিস সরকার, সারা ভারত খেতমজুর ইউনিয়নের নেতা কৌশিক ভট্টাচার্য, কৃষক নেতা সলিল আচার্য, অগ্রগামী কৃষক সভার নেতৃত্ব প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়, কৃষক সমিতির নেতৃত্ব রাহুল হোর, সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্ব পরিতোষ ঘোষ, এ আই টি ইউসির নেতৃত্ব প্রদীপ গাঙ্গুলি প্রমুখ।

Comments :0

Login to leave a comment