26 November Maldaha

মজুরি বাড়াও, চাষ বাঁচাও, জীবিকা বাঁচাও: ২৬’র আহ্বানে সোচ্চার মালদহ

জেলা

২৬ নভেম্বর মালদহ শহরে মিিছিল। ছবি: উৎপল মজুমদার

রক্ষা করতে হবে জীবিকা। বন্ধ করতে হবে রুজি রুটির ওপর আক্রমণ। সরা দেশের এই স্লোগান তুলে সোচ্চার হলেন মালদহের শ্রমজীবীরাও। 
সংযুক্ত কিষাণ মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহের খেতমজুর ইউনিয়নের আহ্বানে মঙ্গলবার মালদহ শহরের রথ বাড়ি মোড় থেকে মিছিল বের হয় এবং তা ফোয়ারা মোড়ে শেষ হলে সভা হয়। এছাড়া এদিন দুপুরে সরকারি কর্মচারী ও শিক্ষকরা এইসব দাবির সমর্থনে ও অবিলম্বে বকেয়া ডিএ প্রদানের দাবিকে সামনে রেখে ফোয়ারা মোড়ের অদূরে কয়েক ঘন্টা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শ্রমিক, কৃষক, খেতমজুর, কর্মচারীরা বলেছেন যে ‘এক দেশ এক ভোটের’ নামে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করা হচ্ছে। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন করা হচ্ছে। তাকে রক্ষার দায়িত্ব আপনার-আমার-ভারতবাসীর। 
কেন্দ্রীয় সরকারের ৪ টি শ্রম কোড বাতিল, মাসে অন্তত ২৬ হাজার টাকা মজুরি, সব ফসলের সহায়ক মূল্য নিশ্চিত করতে আইনের দাবি তুলেছে মিছিল। কৃষি বিমা, ১০হাজার টাকা কৃষি পেনশন, খেতমজুরদের ন্যুনতম মজুরি ও সামাজিক সুরক্ষা এবং রেগা প্রকল্পে বেড়ে ২০০ দিন কাজ ও ৬০০ টাকা দৈনিক মজুরির দাবি উঠেছে। 
নয়া পরিবহন আইন, নয়া শিক্ষা নীতি, স্মার্ট মিটার বাতিলের দাবিতেও সরব থেকেছেন শ্রমজীবীরা। দুর্নীতির বিরুদ্ধেও তুলেছেন আওয়াজ। বলেছেন, সব গরিবকে আবাস যোজনার আওথাব আনতে হবে। মালদহে বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে হবে। বর্গাদার-পাট্টাদারদের জমি বেহাত হয়ে যাচ্ছে। রুখতে হবে ভূমি দপ্তরে দুর্নীতি। 
এদিন রথ বাড়ি মোড় থেকে মিছিল বের হয়। তার আগে পথসভা হয়। মিছিল রবীন্দ্র এভিনিউ, ফোয়ারা মোড় হয়ে নেতাজী মোড় ঘুরে আবার ফোয়ারা মোড়ে এসে শেষ হয় এবং এখানে সভা হয়। 
বিভিনন পথসভা পরিচালনা করেন প্রণব দাস, বিশ্বনাথ ঘোষ, নৈমুদ্দিন সেখ, দুন্দুভি সাহা, গোপাল সিকদার, সেখানে ইব্রাহিম, লক্ষ্মী গুহ। বক্তব্য রাখেন দেবজ্যোতি সিনহা, মানওয়ারুদ আলম, দীপক মন্ডল, সাকিরুদ্দিন সরকার, ইফতিখার সুফি, নরেন্দ্র চ্যাটার্জিও প্রমুখ। কর্মসূচিতে গণআন্দোলনের নেতা অম্বর মিত্র, জামিল ফিরদৌস, প্রণব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষক-কর্মচারীদের সভা হয় ফোয়ারা মোড়ের কাছে পুরানো হাসপাতালে পার্শ্ববর্তী রাস্তায়। সভা পরিচালনা করেন সুবীর রায়, সুপ্তি পাল ও শুভাশিস সাহা। বকেয়া ডিএ সহ অন্যান্য দাবি নিয়ে প্রস্তাব উত্থাপন করেন যুগ্ম সম্পাদক আদিত্যনারামণ মুখার্জি। বক্তব্য রাখেন কো-অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক হিমাংশু দে,  ১২ই জুলাই কমিটির জেলা যুগ্ম আহ্বায়ক শশাঙ্কশেখর নাগ, প্রদীপ বাঘিড়া, পল্টু মিশ্র, শংকর সরকার। এছাড়া এখানে নাটক ও আবৃত্তি পরিবেশন হয়।

Comments :0

Login to leave a comment