CHIDAMBARAM BAIL IS RULE

বিনা বিচারে বন্দি কমাতে আইন আনবে ‘ইন্ডিয়া’, দাবি চিদাম্বরমের

জাতীয়

সুপ্রিম কোর্টই বলেছে যে বিচার চলাকালীন জামিনই হওয়ার কথা। জেলে বন্দি করা ব্যতিক্রম। কিন্তু সেই নীতি পালিত হয় না নির্দিষ্ট আইন না থাকায়। ‘ইন্ডিয়া’ সরকার গড়লে এই নীতি পালনের মতো আইন হবে দেশে।
রবিবার তিরুবনন্তপুরমে সাংবাদিক সম্মেলনে এই লক্ষ্য জানিয়েছেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। এদিন সাংবাদিক সম্মেলন করেন প্রবীণ এই আইনজীবী।
চিদাম্বরমের যুক্তি, দেশের বন্দিদের ৬৫ শতাংশই বিচারাধীন। তাঁরা কিন্তু আদালতে দোষী সাব্যস্ত নন। তিনি বলেন, ‘‘বিচারাধীন বন্দিদের মধ্যে আবার ৯০ শতাংশ তফসিলি জাতি, আদিবাসী এবং অন্য অনগ্রসর অংশ বা ওবিসি’র। তার কারণ, নিম্ন আদালতে সুপ্রিম কোর্টের নীতি পালিত হয় না। বেশিরভাগ বন্দিরই সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সঙ্গতি থাকে না।’’
আর্থিক এবং প্রশাসনিক কারণে বিচারাধীন বন্দির সংখ্যা বেশি। রাজনৈতিক কারণেও কড়া আইনে জামিন অযোগ্য ধারায় রাজনৈতিক বিরোধীদের বন্দি করে রাখার ঘটনা রয়েছে। কেন্দ্রীয় এজেন্সি তদন্তের জন্য সময় চেয়ে বিচার পিছিয়ে দিচ্ছে। কিন্তু জেলেই বন্দি থাকতে হচ্ছে বিচারপ্রার্থীকে। 
চিদাম্বরম বলেন, ‘‘বিচারাধীন অবস্থায় জামিন নিয়ম আর জেল ব্যতিক্রম, এই নীতি নিম্ন আদালত, ম্যাজিস্ট্রেট বা জেলা বিচারপতিরা পালন করেন না। আমরা যে আইন আনতে চাই সেখানে বলা হবে যে তদন্ত চলাকালীন জামিনই নিয়ম, জেল ব্যতিক্রম। পুলিশ বা সিবিআই প্রথম ১৫ দিন জেরার জন্য হেপাজতে রাখার পর প্রত্যেককে জামিন দিতে হবে।’’ 
চিদম্বরম বলেছেন, ‘ইন্ডিয়া’ সরকার গড়লে নাগরিকত্ব সংশোধন আইন বাতিল করা হবে। ভারতীয় দণ্ডবিধি এবং ফৌজদারি বিচারপ্রক্রিয়া সলশোধনের তিন ‘সংহিতা’ আইনও বাতিল করার লক্ষ্যও জানিয়েছেন চিদাম্বরম।

Comments :0

Login to leave a comment