বলতে পারো
অমল কর
নতুনপাতা
জিজ্ঞাসা
১. সুরকার-সংগীতশিল্পী সলিল চৌধুরী সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
২. সলিল চৌধুরী কোন্ কোন্ ভাষায় চলচ্চিত্রে সংগীত পরিচালক ছিলেন?
৩. সলিল চৌধুরী প্রথম কোন্ চলচ্চিত্রে,প্রথম কোন্ হিন্দি চলচ্চিত্রে এবং শেষ কোন্ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন?
৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর উপন্যাসে সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র "পথের পাঁচালী" -তে অপু-দুর্গা জুটির দুর্গার ভূমিকায় কে অভিনয় করেন?
৫. অপু-দুর্গার শিশুসুলভ মনোগ্ৰাহী আচরণের কি কি?
৬. উমা দাশগুপ্ত অভিনীত সত্যজিৎ রায় -এর পথের পাঁচালী কোন্ কোন্ সেরা পুরস্কার জয়ী ?
সমাধান
১. সলিলচৌধুরী (১৯/১১/১৯২৫__০৫/০৯/১৯৯৫)ছিলেন নতুন ধারার শিল্পী স্রষ্টা রূপরসমন্ত্রদ্রষ্টা সংগীত পরিচালক সুরকার গীতিকার গণসংগীত প্রণেতা গল্পকার কবি গায়ক কাব্যগ্ৰন্থ প্রণেতা ফিলম ফেয়ার, সংগীত নাটক একাদেমি সহ কয়েকটি খেতাব জয়ী।
২. সলিল চৌধুরী ৭৫ টি হিন্দি, ৪০ টি বাংলা, ২৬ টি মালায়ালম এবং বেশকয়েকটি মারাঠি তামিল তেলেগু কন্নড় গুজরাতি ওড়িয়া অসমিয়া চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন।
৩. সলিল চৌধুরী ১৯৪৯ সালে প্রথম "পরিবর্তন" চলচ্চিত্রে সুরারোপ করেন। ১৯৫৩ সালে বিমল রায় পরিচালিত দো বিঘা জমিন প্রথম হিন্দি চলচ্চিত্রে এবং ১৯৯৪ সালে " মহাভারতী" চলচ্চিত্রে সর্বশেষ সুর দেন।
৪. সত্যজিৎ রায় -এর প্রথম চলচ্চিত্র "পথের পাঁচালী"(১৯৫৩)-তে অপু-দুর্গা জুটির (শিশু দুর্গার ভূমিকায় রুঙ্কি বন্দ্যোপাধ্যায় ) কিশোরী দুর্গার ভূমিকায় অনবদ্য অভিনয় করেন উমা দাশগুপ্ত। এটি উমা-র একমাত্র অভিনীত চলচ্চিত্র।
৫. মিঠাইওয়ালর পেছনে ছোটা , বায়োস্কোপওয়ালার কাছে বায়োস্কোপ বা যাত্রাপালা দেখা, সান্ধ্য দূরাগত ট্রেনের বাঁশি শুনে কাশের বনে ছোটাছুটি, পুঁতির মালা চুরি __ এসবই অপু-দুর্গার বিস্ময়কর মনোগ্ৰাহী আচরণ।
৬. দুর্গার ভূমিকায় উমা দাশগুপ্ত অভিনীত সত্যজিৎ রায় -এর পথের পাঁচালী চলচ্চিত্র ভারতে স্বর্ণকমল,রজতকমল, ওআইসি পুরস্কার ছাড়াও ফ্রান্স ইতালি ফিলিপাইন স্কটল্যান্ড জার্মানি কানাডা জাপান ডেনমার্ক যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে পুরস্কৃত হয়।
Comments :0