রাজ্যর দুর্নীতিগ্রস্ত তৃণমূল ও কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি'কে পরাস্ত করতে এবং দেশে ধর্মনিরপেক্ষ সরকার গড়তে আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে সিপিআই(এম) সহ বামফ্রন্টকে জয়যুক্ত করার আবেদন জানিয়ে রবিবার দিনভর জোরদার প্রচারে শামিল হলেন বামকর্মী সমর্থকরা। বিভিন্ন লোকসভা কেন্দ্র এলাকায় ঘুরে ভোট ময়দানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা দিলেন প্রার্থীরাও। প্রার্থী সহ নেতৃত্বের বক্তব্যে উঠে এলো শপথ- ‘এই নির্বাচনে তৃণমূল ও বিজেপি’র বিরুদ্ধে বামেদের স্বতঃস্ফূর্ত লড়াই। এ লড়াই দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য লড়াই। এই বার্তা নিয়ে প্রতিটি সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাবোই।’
আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর এদিন ছিল প্রথম রবিবার। সকাল থেকেই লাল ঝান্ডা নিয়ে প্রচারে পথে নামেন বাম কর্মী ও নেতৃত্ব। তাঁদের বক্তব্য, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার আগে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে এখন দেশকে লুট করছে। আর এরাজ্যে নিয়োগ দুর্নীতি সহ রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে তৃণমূল সরকার। রাজ্যে ও কেন্দ্রের দুটি শাসক দলের সীমাহীন দুর্নীতি এবং নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা নিয়ে তোলাবাজি চলছে। নির্বাচনে এর বিরুদ্ধেই রায় দেওয়ার আবেদন জানাচ্ছি আমরা।
দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী এদিন নানা প্রচারে শামিল হন। নিমতা ও বিলকান্দায় দুটি কর্মসূচিতে তিনি যোগ দেন। তাঁরই মধ্যে নির্বাচনের প্রচারপর্বও চলে। তিনি বলেন, বিজেপি ও তৃণমূল এই দুই দলই দুর্নীতিপরায়ণ। এই দুই দলের নেতাকর্মীরা প্রায়ই নিজেদের স্বার্থে দলবদল করে। কিন্তু সাধারণ মানুষের স্বার্থ নিয়ে ভাবেন না কখনোই। নির্বাচনে এই দুই দলকে পরাস্ত করে দেশ ও রাজ্যকে রক্ষা করার আহ্বান জানান তিনি।
যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনেনীত সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে এদিন সোনারপুরে কাঠপোল থেকে সোনারপুর স্টেশন হয়ে বৈকুণ্ঠপুর পর্যন্ত প্রচার মিছিল হয়। এছাড়া মিছিল হয়েছে বারুইপুরে পদ্মপুকুর থেকে রেলগেট হয়ে শিবানী মহল পর্যন্ত। অন্যদিকে, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম’-র সমর্থনে এদিন বিকেলে প্রচার চলেছে বেহালা চৌরাস্তা থেকে মুচিপাড়া পর্যন্ত। এছাড়া তিনি এদিন সকালে তিনি গোলপার্ক এলাকায় প্রচারে শামিল হন।
অন্যদিকে, এদিন সকালে হাওড়া মন্দিরতলা থেকে বাজে শিবপুর পর্যন্ত একটি সুসজ্জিত মিছিল হয় হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি’র সমর্থনে। মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) নেতা শ্রীদীপ ভট্টাচার্য, দিলীপ ঘোষ, পরেশ পাল, সুমিত্র অধিকারী প্রমুখ। রবিবার বিকালে পাঁচলার সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তিনি। এলাকার বিভিন্ন গ্রাম পরিক্রমা করেন প্রার্থী সহ বামফ্রন্টের কর্মীরা। এছাড়া বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নীরব খাঁর সমর্থনে এদিন প্রচার মিছিল হয় বিভিন্ন এলাকায়। ‘বাংলা বাঁচাও- দেশ বাঁচাও’ স্লোগান তুলে মিছিলে শামিল হন বাম কর্মী সমর্থকরা, যোগ দেন অসংখ্য সাধারণ মানুষ।
এদিন হুগলী খানাকুল ২ এরিয়া কমিটি ও আমতা-২ এরিয়া কমিটির উদ্যোগে হাওড়া- হুগলী সীমানায় খানাকুল ২ নং ব্লকের পলাশপাই ১ পঞ্চায়েতের ঝিকিরা - বারবাউন মোড়ে আসন্ন লোকসভা নির্বাচনে বামপন্থী প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে জনসভা হয় । শ্রীরামপুর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে সিপিআই (এম)ডানকুনি এরিয়া কমিটির উদ্যোগে ডানকুনি দিল্লি রোড চৌমাথা থেকে কালীপুর মোড় পর্যন্ত মিছিল হয়েছে। এছাড়া পার্টির কোন্নগর এরিয়া কমিটির ডাকে কোন্নগর রবীন্দ্র ভবন থেকে মিছিল শুরু হয়, ক্রাইপার রোড ধরে নৈটি রোড ধরে কানাইপুর বারোয়ারিতলা মোড়ে তা শেষ হয়।
রবিবার সকালে তমলুক লোকসভা কেন্দ্রে প্রচারে শামিল হয়ে সুতাহাটা হাটে পৌঁছান বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়ন ব্যানার্জি। এরপর কৃষ্ণনগর, গুয়াবেড়া অঞ্চলে বাড়ি বাড়ি মানুষের সাথে কথা বলেন তিনি। বিকালে হলদিয়া পৌরসভা গেট থেকে দেভোগ, গান্ধীনগর, হাতিবেড়া, ক্ষুদিরামনগর এলাকায় মিছিল হয়। পরে হলদিয়া টাউনশিপে মাখনবাবুর বাজারে ক্রেতা-বিক্রেতা সহ পথ চলতি মানুষের সাথে আলাপচারিতা করেন।
এদিন সকালে কৃষ্ণনগর লোকসভা নির্বাচন কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী এসএম সাদি’র সমর্থনে নাকাশিপাড়া বিধানসভা এলাকায় বেথুয়াডহরি গঞ্জে মিছিলে শামিল হন বামকর্মীরা। এছাড়া কালিগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের পলাশিতেও এসএম সাদি’র সমর্থনে মিছিল হয়েছে।
এদিন হুগলী লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে মিছিল হয় চুঁচুড়া শহরে। সুসজ্জিত মিছিল তালডাঙ্গা তোলা ফটো য়েম) চন্দননগর উত্তর দক্ষিণ এরিয়া কমিটির ডাকে বিদ্যালঙ্কার মোড় থেকে মিছিল এলাকা পরিক্রমা করে। লক্ষীগঞ্জ চৌমাথা হয়ে স্ট্রান্ড রোড ধরে মিছিল লিচুতলায় এসে শেষ হয় মিছিল।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া ক্যাম্পের হাটে রবিবাসরীয় প্রচার শুরু হয় জলপাইগুড়ি কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মণের সমর্থনে। জলপাইগুড়ি দিনবাজার, স্টেশনবাজারে প্রচার চলে।
এছাড়া জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার পিসি মিত্তাল বাসস্ট্যান্ড সংলগ্ন সেবক রোড এলাকায় প্রার্থীকে নিয়ে মিছিল বের হয়।
ওদিকে আসানসোল লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী জাহানারা খান-কে নিয়ে রবিবার রানিগঞ্জ সিহিড়সোল এলাকায় নিবিড় প্রচারে নামেন বামকর্মী, সমর্থকরা। শ্রমিক পরিবারের কন্যা জাহানারা খান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভানেত্রী। এদিন প্রচারে শামিল হয়েছিলেন মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ সহ জেলার মহিলা নেত্রীরা।
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত’র সমর্থনে এদিন প্রচার চলে ছাতনা থানার ঝুঁঝকা অঞ্চলের শুশুনিয়া পাহাড় ঘেরা আদিবাসী অধ্যুষিত গ্রাম কেন্দুয়ায়। গ্রামের মানুষের সঙ্গে বৈঠকী সভায় মিলিত হন প্রার্থী। এছাড়া বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী শীতল কৈবর্তর সমর্থনে কৃষিপ্রধান এলাকা সোনামুখী থানার ধুলাই গ্রামে এবং পাত্রসায়রের রসুলপুর গ্রামে বাড়ি বাড়ি প্রচার চলে।
Campaign
দিনভর প্রচারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তাই
×
Comments :0