Purulia

অবশেষে বন্ধ হল পাহাড়িগোড়ার পাহাড় কাটা

রাজ্য জেলা

পুরুলিয়ার সাঁওতালডি থানার পাহাড়িগোড়ার পাহাড় কাটা অবশেষে বন্ধ হল। স্থানীয় মানুষের বক্তব্য পাহাড়িগোড়ার রক্তক্ষরণ বন্ধ হল। উন্নয়নের নামে পুরুলিয়া জেলার বিভিন্ন ছোট ছোট পাহাড় বা ডুংরি কাটা শুরু হয়েছে গত কয়েক বছর ধরে। গ্রানাইট তোলার নামে হুড়া থানার তিলাবনী পাহাড়, কাশীপুরের পাহাড়, সাঁওতালডির পাহাড়িগোড়া, জয়পুর থানার আঘরপুর ডুংরি এভাবেই রাজ্য সরকার বেসরকারি সংস্থার হাতে লিজ দিয়ে দিয়েছিল। নির্বিচার শুরু হয়েছিল পাথর কাটা। আঘরপুর ডুংরি কাটার প্রতিবাদে মানুষ পথে নামলে সেখানে শিশুসহ মহিলাদের বেশ কয়েকদিন জেলেও কাটাতে হয়েছিল। হুড়ার তিলাবনী পাহাড়ের ক্ষেত্রে প্রতিবাদের সামনে পিছু হঠতে বাধ্য হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান। পাহাড়িগোড়াতে মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন। স্থানীয় মানুষের বক্তব্য গত বেশ কয়েক বছর ধরে একটু একটু করে পাহাড় কাটা চলছিল। এর পরে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এলাকার মানুষজন সংঘটিত হয়। কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ডা:  নয়ন মুখার্জি জানিয়েছেন এলাকার মানুষের প্রতিবাদ প্রতিরোধে বিজ্ঞান মঞ্চ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তারা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলেন। অবশেষে আদালতের নির্দেশে জেলা শাসকের সহযোগিতায় গত বাইশে ফেব্রুয়ারি শুনানি হয়। সেখানে এলাকার মানুষজনের পাশাপাশি পরিবেশ বাঁচাও কমিটি এবং বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলাশাসক এবং পাহাড় কাটার বরাত পাওয়া বেসরকারি সংস্থার লোকজন। সেখানে সকল মানুষের কথা শোনার পর জেলাশাসক মৌখিক জানিয়ে দিয়েছেন যে পাহাড়িগোড়া পাহাড় কাটা বন্ধ থাকবে। পরিদর্শন কমিটিও পাহাড়টি পরিদর্শন করেছিলেন আদালতের নির্দেশে। জেলাশাসকের মৌখিক নির্দেশ পাওয়ার পরে এলাকার মানুষ খুশি। তাদের বক্তব্য প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য পাহাড়, নদী, জলাশয়গুলি রক্ষা করা অত্যন্ত জরুরি। প্রত্যেকেরই উচিত এই প্রাকৃতিক সম্পদ গুলিকে রক্ষা করা তাতে ভবিষ্যৎ প্রজন্মের জীবন সুরক্ষিত থাকবে। এলাকার মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে এই পাহাড়িগোড়া পাহাড়।
 

Comments :0

Login to leave a comment