কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। গণনার আগে নির্দিষ্ট ভূমিকার দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে দেখা করল ‘ইন্ডিয়ার’-র প্রতিনিধিদল। বিরোধীদের দাবি, কমিশনের গাইডলাইনে বলা থাকলেও তা প্রয়োগ করা হয় না। এবার গণনার আগে যেন নির্দিষ্ট করণীয় জানিয়ে নির্দেশিকা দেয় কমিশন। পর্যবেক্ষকদের ওয়াকিবহাল করে।
‘ইন্ডিয়া’-র পক্ষে এদিন কমিশনে দেখা করেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজা, কংগ্রেসের অভিষেক মনু সিঙভি, সলমন খুরশিদ, ডিএমকে’র টিআর বালু প্রমুখ।
কমিশনে দেখা করে ইয়েচুরির ব্যাখ্যা, ‘‘বিধি এবং গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশনই। কিন্তু তা প্রয়োগ করা হয় না। কাউন্টিং এজেন্টরা কোনও দাবি জানালে বলা হয় দিল্লির কমিশন থেকে লিখিত নির্দেশ আনতে হবে। তা করা সম্ভব নয়। আমাদের দাবি, গণনার নির্দিষ্ট বিধি এবং নিয়ম জানিয়ে লিখিত নির্দেশিকা জারি করতে হবে। নিশ্চিত করতে হবে যে পর্যবেক্ষকরা যাতে গণনা কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।’’
ইয়েচুরির দাবি, কন্ট্রোল ইউনিট, যেখানে ভোটের রায় ধরা থাকে, কোথা থেকে তা গণনা কেন্দ্রে আসছে তা যেন সিসিটিভি-তে তোলা হয়। কোথা থেকে এনে রাখা হচ্ছে কাউন্টিং টেবিলে। কন্ট্রোল ইউনিটে ভোট শুরু এবং শেষের সময় দেখাচ্ছে কিনা তা যেন কাউন্টিং এজেন্টদের দেখানো হয়। ভোট গ্রহণের দিন যেন নির্দিষ্টভাবে দেখা যায় কন্ট্রোল ইউনিটে।
ইয়েচুরি বলেন, ‘‘গণনা শুরু আগে কাউন্টিং এজেন্টদের জানাতে হবে ঠিক কতজন প্রার্থী। মোট কত ভোট পড়েছে, জানাতে হবে সেই সংখ্যা। তারপর শুরু করতে হবে গণনা।’’
কংগ্রেসের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান যে পোস্টাল ব্যালটের বিষয়ে কমিশনকে সতর্ক করা হয়েছে। বহুবার দেখা গিবেছে পোস্টাল ব্যালট ফলাফল পালটে দিতে পারে। প্রতিবার আগে পোস্টাল ব্যালট গোনা হয় তারপর গোনা হয় ইভিএম-এ পড়া ভোট। নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিধিতে তার উল্লেখ রয়েছে। ২০১৯’র নির্বাচনেও স্পষ্ট করে এই নির্দেশ দেওয়া ছিল। এবার কমিশনের জারি করা গাইডলাইনে বিষয়টির উল্লেখ নেই। এবার ওই গাইডলাইন দেখিয়ে বিধিকে বদলানো যাবে না। রীতি অনুযায়ী আগে পোস্টাল ব্যালট গুনতে হবে। পোস্টাল ব্যালট গোনা শেষ না হওয়া পর্যন্ত যন্ত্রের ফলাফল ঘোষণা করা যাবে না।
কমিশনে এদিন দেখা করেছে বিজেপি জোট এনডিএ’র প্রতিনিধিদলও। কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে এই প্রতিনিধিদল জানিয়েছে, বিরোধীরা যাতে কারচুপির অভিযোগ তুলতে না পারে। কমিশনকে সেই ব্যবস্থা নিতে হবে।
বস্তুত কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন ওঠায় বিজেপি শঙ্কিত। রবিবারই কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজে জেলাশাসক এবং কালেক্টরদের ফোন করছেন বিভিন্ন রাজ্যে।
'INDIA' EC
কমিশনে ‘ইন্ডিয়া’, অভিযোগ উঠলে ব্যবস্থা নিতে হবে গণনা কেন্দ্রেই
×
Comments :0