এই ধরনের বাঁদরের দল দেখে এলাকাবাসী বলছেন, জঙ্গলে পর্যাপ্ত খাবার নেই।তাই খাবারের সন্ধানে শহর এলাকায় চলে এসেছে বাঁদরের পাল । এটা তাদের জন্য সঠিক জায়গা নয়।
পশুপ্রেমীরা, এক প্রজাতির বন্য জন্তুরা যে পথে বিচরণ করে, সেই পথ ধরেই অন্য প্রজাতির বন্য জন্তুরও আনাগোনা চলে। তাঁদের দাবি, এভাবে বাঁদরের পথ ধরেই দুবছর আগে শহরে প্রবেশ করেছিল হাতি।
শহরের তিস্তা-করলা নদীর পাড়ে আশ্রয় নেওয়া বাঁদরের পাল রাত কাটানোর চেষ্টা করছে জলপাইগুড়ি এসি কলেজের সামনের জঙ্গলে। পরিবেশবিদদের বক্তব্য, জলপাইগুড়ি শহরের নিকটবর্তী জঙ্গল প্রায় সাফ হয়েছে গত এক দেড় দশকে। খাদ্যের অভাবে বন্যপ্রাণীরা বাধ্য হয়ে চলে আসছে লোকালয়ে।
Comments :0