INDIA-SRI LNNKA

মোদী-দিসানায়েকে বৈঠকে ওঠেনি আদানির বন্দর প্রসঙ্গ, দাবি বিদেশ সচিবের

জাতীয়

আদানির বন্দর প্রকল্প ‘বিশদে’ আসেনি নরেন্দ্র মোদী-অনূরা দিসানায়েকে বৈঠকে। সোমবার বৈঠকের পর সংবাদমাধ্যমে এই দাবি করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিসানায়েকের বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, পারস্পরিক সমন্বয়, ঋণ পুনর্গঠন, সংযোগ পরিকাঠামোর উন্নয়নের মতো একাধিক ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা দৃঢ় করার লক্ষ্য জানিয়েছে দুই দেশ। 
অর্থনৈতিক টালমাটালের মধ্যে গত আগস্টে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন বামপন্থী দিসানায়েকে। পরে জাতীয় আইনসভার নির্বাচনেও নির্ণায়ক জয় পেয়েছে তাঁর নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ার।  
ভারত-শ্রীলঙ্কা সম্পর্কে গত কয়েকবছর গুরুত্বপূর্ণ হয়েছে আদানি গোষ্ঠীর কলম্বো বন্দর প্রকল্প। বিক্রম মিসরি এদিন বলেছেন, ‘‘শ্রীলঙ্কায় আদানির বিনিয়োগ নিয়ে এই বৈঠকে বিশদ আলোচনা হয়নি।’’ তবে সংবাদমাধ্যমের একাশের বক্তব্য, শ্রীলঙ্কার বন্দর মন্ত্রী বিমল রত্নায়েকে আদানির গভীর সমুদ্র বন্দর প্রকল্পে সহায়তার আশ্বাস দিয়েছেন। এই প্রকল্পে সরাসরি বিনিয়োগ রয়েছে শ্রীলঙ্কা পোর্ট অথরিটির। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক উন্নয়ন লগ্নি কর্পোরেশনের বিনিয়োগও রয়েছে। শ্রীলঙ্কাকে মাঝে রেখে ভারতের সঙ্গে চীনের বিরোধ বাঁধাতে আমেরিকা সচেষ্ট বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহলের একাংশের।

Comments :0

Login to leave a comment