বইকথা | নতুনপাতা
নীলুর স্মৃতিময় আখ্যান– সুপুরিবনের সারি
সৌরভ দত্ত
শঙ্খ ঘোষের জনপ্রিয় শিশু-কিশোর উপন্যাস ‘সুপুরিবনের সারি’ । গদ্যকারের ট্রিলজি ‘সকালবেলার আলো’ এর পরবর্তী অংশ এই উপন্যাস।এক মায়াময় কিশোরের চোখ দিয়ে ছিন্নমূল মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের হাহাকার প্রকাশিত হয়েছে এ উপন্যাসে।ফেলে আসা দেশ,ভিটেমাটি শৈশবের স্মৃতি। ইস্কুল জীবনের ঘটনা। স্মৃতি বিজড়িত সুপুরিবন বাংলাদেশ। ছোট্ট নীলুর স্টিমারের ডেকে দাঁড়ানো ।দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে মামাবাড়ির দেশে।বালক নীলুকে আগাগোড়া সুন্দরভাবে উপস্থাপিত করেছেন লেখক। গদ্যের অদ্ভুত বুনোন , আত্মজীবনী মূলক আখ্যানটিকে রসোক্তীর্ণ করেছে। শৈশবের স্মৃতি কাতরতা, দেশভাগের যন্ত্রণা ও সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে মুখরিত দেশকাল।ঢাকা,পাবনা ও বরিশালের খণ্ড চিত্র ফুটে উঠেছে। ছোটোবেলায় গদ্যকার বলেছেন–“নিজেদের গ্রাম ছোটোবেলায় স্থায়ী ভাবে থাকিনি কখনো,শুধু প্রতি বছর পুজোর সময় সেখানে একমাস টানা থাকতাম।” বরিশালের বাণারিপাড়ার চলচ্ছবি সুন্দরভাবে স্মৃতিময় হয়ে ওঠে শঙ্খ ঘোষের প্রাঞ্জল লেখনীতে।নীলু চোখ দিয়েই লেখক খুঁজতে চেয়েছেন নস্টালজিক সহিষ্ণুতা। হিন্দু -মুসলিম বিভাজন ফুটে উঠেছে ক্রিকেট ম্যাচের প্রসঙ্গে।সুপুরিবনের সারি উপন্যাসের অন্যতম চরিত্র ফুলমামি।ফুলমামির ছিল কবিতা লেখার শখ। এসেছে দাদুর কথা। বন্ধুদের প্রসঙ্গ। বিশেষত বন্ধু হারুণের কথা।যে হারুণ তাকে বাঁচিয়েছিল জলে ডুবে যাওয়ার হাত থেকে।নীলুর স্মৃতিতে থেকে যায়–কাছারিবাড়ি,স্থপদ্ম গাছ, ছোট্ট সাঁকো,নিকানো উঠোন, লন্ঠনের আলো।
বইয়ের নাম–সুপুরিবনের সারি
লেখক–শঙ্খ ঘোষ
প্রকাশক–অরুণা প্রকাশনী
প্রথম প্রকাশ–অগ্রহায়ণ ১৩৭০
প্রচ্ছদপট–প্রবীর সেন
Comments :0