QUZE | AML KAR | NATUNPATA — 2025 JANUARY 30 : ANS.

বলতে পারো | অমল কর | নতুনপাতা — ২০২৫ জানুয়ারি ৩০ : উত্তর

ছোটদের বিভাগ

QUZE  AML KAR  NATUNPATA  2025 JANUARY 30  ANS

বলতে পারো | অমল কর | নতুনপাতা২০২৫ জানুয়ারি ৩০ : উত্তর 

 

 

জিজ্ঞাসা

 

১. মহাত্মা গান্ধি কে ও কেন?
২. রাষ্ট্রসংঘের সদস্য দেশ কোন্ দিনকে "আন্তর্জাতিক অহিংস দিবস"  হিসেবে পালন করে?
৩. কোন্ দিনকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়?
৪. ভারতে কোন্ দিনটি প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়?
৫. ভারতের সংবিধান প্রসঙ্গ কী?
৬. ভারতে কীভাবে সাধারণতন্ত্র দিবস পালিত হয়?

সমাধান

 

১. মোহনদাস করমচাঁদ গান্ধি (জন্মদিন ০২/১০/১৮৬৯ হত্যা ৩০/০১/১৯৪৮) ছিলেন একজন আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা, অহিংস মতবাদের প্রবর্তক ,"মহাত্মা", "জাতির জনক" ও  "বাপুজি" নামে খ্যাত।
২. জাতিসংঘের ঘোষণা অনুযায়ী তার সদস্যদেশগুলো মহাত্মা গান্ধির জন্মদিন ২ রা অক্টোবরকে "আন্তর্জাতিক অহিংস দিবস" হিসেবে পালন করে।
৩.  ৩০ শে জানুয়ারি মহাত্মা গান্ধির হত্যাদিনকে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংহতি দিবস হিসেবে পালন করে।
৪. ব্রিটিশদের হাতে থেকে দীর্ঘ সংগ্রামের পর ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারত স্বাধীন হলে ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর করা হয়।
৫.  বিশ্বের দীর্ঘতম ভারতের সংবিধান ৪৪৮ টি আর্টিকেল ১২ টি সিডিউল এবং ২৫ টি অংশ সংবলিত ৩ কেজি ৭৫০ গ্রাম ওজনের। ক্যালিগ্রাফিস্ট প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ইটালিক স্টাইলে   হিন্দি ও ইংরেজিতে  এটি হাতে লেখেন এবং গণপরিষদের ২৮৪ জন সদস্য স্বাক্ষর করেন।
৬. কোনো এক দেশের রাষ্ট্রপ্রধানের প্রধান আতিথ্যে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের সময় ৫২ সেকেন্ডের মধ্যে জাতীয় সংগীত পরিবেশিত হয় ২১ টি তোপধ্বনির মাধ্যমে। এভাবেই প্রজাতন্ত্র দিবস পালিত হয়।২০২৫ সালের থিম__স্বর্ণিম্ ভারত : ঐতিহ্য ও বিকাশ।

Comments :0

Login to leave a comment