QUIZ — AML KAR | World Environment Day | NATUNPATA — 6 JUNE 2024 ANS.

বলতে পারো — অমল কর | নতুনপাতা — ৬ জুন ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

QUIZ  AML KAR  World Environment Day  NATUNPATA  6 JUNE 2024 ANS

বলতে পারো

অমল কর  

নতুনপাতা

 

জিজ্ঞাসা

১) রাষ্ট্রসংঘ ঘোষিত বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) কবে থেকে পালিত হয়?
২) মানুষকে ব্যবহারিক জীবনে কতরকমের দূষণ মোকাবিলা করতে হয়__তার কয়েকটি উদাহরণ দাও।
৩)একটি প্রাপ্তবয়স্ক গাছ কতজন প্রাপ্তবয়স্ক মানুষের অক্সিজেন জোগায়?
৪) জল দূষণ মূলত কিভাবে হয়?
৫) বিশ্বের কোন্ কোন্ ছয়টি শহর ভয়াবহ স্ট্রেসডপূর্ণ (stressed) ?
৬) রাষ্ট্রসংঘ-র জাতীয় দূষণ নিয়ন্ত্রণ-মান নির্ধারণ ও প্রয়োগ করার সংস্থার নাম কি?

সমাধান

১) সুইডেনের রাজধানী স্টকহোমে রাষ্ট্রসংঘ-র সিদ্ধান্ত অনুযায়ী ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
২) মানুষের যাপিত জীবনে বহু রকম দূষণ মোকাবিলা করতে হয়__তারমধ্যে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক  দূষণ বিশেষভাবে উল্লেখযোগ্য।
৩) একটা প্রাপ্তবয়স্ক গাছ দৈনিক চারজন প্রাপ্তবয়স্ক মানুষকে অক্সিজেন সরবরাহ করতে পারে।
৪) বিষাক্ত বর্জ্য, পেট্রোলিয়াম, রাসায়নিক পদার্থ (সীসা,পারদ, কীটনাশক,ক্রোমিয়াম,কাচ,কাগজ,
লোহা), অণুজীব,সার, কঠিন বর্জ্য, প্লাস্টিক,তাপ,ইলেকট্রনিক বর্জ্য, ছত্রাকনাশক, আবর্জনা,পলি
ইত্যাকার সংমিশ্রণে জল দূষণ হয়।
৫) ভারতের মুম্বাই, নাইজেরিয়ার লাগোস,ফিলিপিন্সের ম্যানিলা, ভারতের নয়া দিল্লি, ইরাকের বাগদাদ ও আফগানিস্তানের কাবুল
পর্যায়ক্রমে বিশ্বের সবচেয়ে বেশি স্ট্রেসডপূর্ণ (stressed) শহর।
৬) জাতীয় দূষণ নিয়ন্ত্রণ-মান নির্ধারণ ও প্রয়োগ করার (সংরক্ষণ, জনস্বাস্থ্য, বায়ুদূষণ, জলদূষণ, প্লাস্টিক দূষণ, নির্গমন নিয়ন্ত্রণ ইত্যাদি) করার রাষ্ট্রসংঘ-র সংস্থার নাম Environment Protection Agency ( EPA )।

Comments :0

Login to leave a comment