GK | TAPAN KUMAR BIRAGAYA | KANGAROO RAT | NATUNPATA | 2025 FEBRUARY 14

জানা অজানা | তপন কুমার বৈরাগ্য | যে প্রাণী জলপান করলে মারা যায় | নতুনপাতা | ২০২৫ ফেব্রুয়ারি ১৪

ছোটদের বিভাগ

GK  TAPAN KUMAR BIRAGAYA  KANGAROO RAT  NATUNPATA  2025 FEBRUARY 14

জানা অজানা | নতুনপাতা

যে প্রাণী জলপান করলে মারা যায়

তপন কুমার বৈরাগ্য

আমরা জানি জলই জীবন।জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে
পারেনা ।জলই জীবন।অথচ সেই জলই একটা প্রাণীর মৃত্যুর
কারণ। এরা উত্তর আমেরিকা মহাদেশের যে চারটি মরুভূমি
আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য গ্রেট বেসিন,মোহাভে, চিহুয়াহুয়ান,
সোনোরোন।এর মধ্যে চিহুয়াহুয়ান বৃহত্তম উষ্ণমরুভূমি।এই মরুভূমিতে এই প্রাণীকে দেখা যায়।চিহুয়াহুয়ান মরুভূমির
আয়তন ১৪০০০০বর্গমাইল।এই বৃহত্তম অঞ্চলজুড়ে এদের
অবাধে বিচরণ। আজ থেকে ১১.২ মিলিয়ন বছর আগে
এদের পৃথিবীতে আবির্ভাব ঘটে। পূর্ণবয়স্ক এই প্রাণীর ওজন
হয় প্রায় ২০০গামের মতন।সারা গায়ে এদের খয়েরি এবং পশমের
মতন লোম থাকে। লোমগুলো বেশ অদ্ভূত প্রকৃতির। পিছনের
পা দুটো অসম্ভব লম্বা। এদের মাথা এবং চোখ খুবই বড়। এরা খুবই
সৌন্দর্যপ্রিয় প্রাণী। এরা এদের দেহকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে।এরা পনেরো কুড়ি বছর বাঁচে। একসঙ্গে
চার পাঁচটা বাচ্চা হয়।এরা স্তন্যপায়ী প্রাণী। মুখে প্রচুর স্পর্শকাতর
গুম্ফ থাকে।দক্ষিণ কানাডা এবং দক্ষিণ মেক্সিকো এদের অল্প
বিস্তর দেখা যায়।সবচেয়ে আশ্চর্যের বিষয় এরা কিন্তু খুব ভালো
সাঁতারু। তবু এরা একফোঁটা জলপান করে না। এরা ভালো লাফাতেও পারে। খুব দ্রুত ছুটতে পারে। এরা মরুভূমিতে যে
উদ্ভিদ,ফুল,ফল জন্মায় সেইগুলোয় খায়। এরা মরুভূমির
বালির নিচে বাসা করে বাস করে। এরা নিশাচর প্রাণী ।রাতে
বেশিরভাগ সময় বের হয়।তবে দিনেরবেলায়ও এদের দেখা
যায়।এদের দাঁতগুলো খুবই ধারালো। এদের পাকস্থলি
এমনভাবে তৈরি জলপান করার সাথে সাথে মারা যায়।
এদের বলা হয় ক্যাঙ্গারু ইঁদুর। 

Comments :0

Login to leave a comment