BOOK TOPIC | ASITAVA DAS | PRINTING HOUSE | NATUNPATA | 2025 APRIL 12

বইকথা | অসিতাভ দাস | ছাপাখানার কোষগ্রন্থ : উজ্জ্বল উদ্ধার | নতুনপাতা — ২০২৫ ফেব্রুয়ারি ১২

ছোটদের বিভাগ

BOOK TOPIC   ASITAVA DAS  PRINTING HOUSE  NATUNPATA  2025 APRIL 12

বইকথা | নতুনপাতা

ছাপাখানার কোষগ্রন্থ : উজ্জ্বল উদ্ধার
অসিতাভ দাস

 

 
১৩৪৫ বঙ্গাব্দে প্রিণ্টার্স গাইড গ্রন্থখানি প্রথম প্রকাশিত হয়। এর লেখক ছিলেন জি বি দে।দ্বিতীয় খণ্ডখানি ১৩৬০ বঙ্গাব্দে  
প্রকাশিত হয়, যার লেখক ছিলেন নরেন্দ্রনাথ দে। এই গ্রন্থখানি পুনরুদ্ধার করে সাহিত্যলোক প্রকাশনী সকলের ধন্যবাদের  
পাত্র হলেন। এই গ্রন্থে ছাপাখানার ইতিহাস, ব্যবহার ও মুদ্রণ প্রণালী সম্বন্ধে যে সব তথ্য বাংলা ভাষায় লেখা হয়েছে তা  
এককথায় অতুলনীয়। ছাপাখানা যে শক্তির উৎসএই বোধ বাঙালির মনে জাগিয়ে তুলেছিল শ্রীরামপুর মিশন প্রেস। রেভারেন্ড  
জেমস লং লিখেছিলেন মুদ্রণ ও শিক্ষার সম্পর্ক শিব ও শক্তির মতো। শিক্ষাবিস্তার হলে তবে মুদ্রণের বিকাশ সম্ভব আর  
মুদ্রণের ব্যবস্থা থাকলে তবে জনশিক্ষার ব্যাপকতা হবে। প্রাগাধুনিক যুগের সূচনায় বাংলা মু্দ্রণে যে জোয়ার  আসে  
ঈশ্বরচন্দ্র তার অনুকূলে শক্ত কান্ডারি হিসাবে হাল ধরেছিলেন। বাঙালির সমাজ-শিক্ষা-সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল  
জ্যোতিষ্ক হিসাবে তিনি যেমন স্মরণীয়, বাংলা মুদ্রণের ইতিহাসেও তাঁর দান অনস্বীকার্য। প্রাগাধুনিক বাংলা মুদ্রণপর্বে  
সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে তাই বিদ্যাসাগর আমাদের কাছে স্মরণীয়।সাহিত্যলোক এই ‘প্রিণ্টার্স গাইড’ গ্রন্থটি  
পুনর্মুদ্রিত করে ছাপাখানার ইতিহাস ও ব্যবহার আমাদের সামনে তুলে ধরলেন। এই গ্রন্থের প্রথম খণ্ডে মোট বত্রিশটি  
অধ্যায়। ছাপাখানা সংক্রান্ত যাবতীয় তথ্য এই সকল অধ্যায়ে নিবদ্ধ হয়েছে। অধ্যায়গুলিতে গ্রন্থকার, প্রেসম্যান ও  
কম্পোজিটারদের যাবতীয় জ্ঞাতব্য বিষয় বিশদভাবে বর্ণনা করা হয়েছে অধিকন্তু এতে কম্পোজিং কাজের যাবতীয়  
নানারকম ডিজাইন ডিসপ্লে পদ্ধতি থেকে পেপার কাটিং, পারফোরেটিং, রুলিং, নাম্বারিং, স্টিচিং পর্যন্ত সমস্ত বিষয় লিপিবদ্ধ  
আছে দ্বিতীয় খণ্ডে ছার কাগজ, কাগজের গুণাগুণ, কাগজ ব্যবহার করবার নিয়ম, কাগজের শ্রেণিবিভাগ, কাগজের রঙ  
পরীক্ষা করে গুণ বিচার, ছাপবার কালি, কালি তৈরির প্রণালী, কালি বর্ণকের শ্রেণিবিভাগ ইত্যাদি ছাপাখানার প্রয়োজনীয়  
বিষয় অন্তর্ভু্ক্ত করা হয়েছে। বর্তমানে লেটার প্রেসের অবলুপ্তি ঘটলেও দুই খণ্ডের  এই গ্রন্থটি ছাপাখানার ইতিহাস, ব্যবহৃত  
যন্ত্রপাতি, পারিভাষিক শব্দাবলী, মুদ্রণকার্যে ব্যবহৃত যন্ত্রপাতির কথা এই গ্রন্থের অনস্বীকার্য আকর্ষণ।  ছাপাখানার নানা  
বিভাগে কাজ শেখার পদ্ধতি, গুণাগুণ ও বিভিন্ন বিষয় নিয়ে লেখা গবেষকদের সমৃদ্ধ করবে এ সম্বন্ধে কোনও সন্দেহ নেই।  
এই গ্রন্থের অন্যতম আকর্ষণ ১৮৯৯, ১৯১৫ এবং ১৯১৫ থেকে পরবর্তী কালের ছাপাখানার তালিকা। সোমনাথ ঘোষের  
প্রচ্ছদ, মুদ্রণ ও কাগজ উন্নত মানের।
প্রিণ্টার্স গইড। জি বি দে ও নরেন্দ্রনাথ দে। সাহিত্যলোক সংস্করণ। ২ খণ্ড।প্রতি খণ্ড ৫৫০টাকা
 

 

Comments :0

Login to leave a comment