বলতে পারো | অমল কর | নতুনপাতা | ২০২৫ ফেব্রুয়ারি ৬ : উত্তর
জিজ্ঞাসা
১. ভারতের কোন্ হকি খেলোয়াড় এবার 'পদ্মভূষণ' খেতাব পেলেন?
২. কারা অতিক্রম করেন ৫৩০০ মিটার উচ্চতার মাওয়ালি পাস?
৩. কাজী নজরুল ইসলাম তাঁর প্রথম উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর -এর কতগুলো গান ব্যবহার করেছেন?
৪. আনারসে কোন্ কোন্ উপাদেয় উপাদান থাকে?
৫. ভারতীয় রেলে চালকরা কত রকমের হর্ন ব্যবহার করেন?
৬. ব্লাড ফলস্ বা রক্ত ঝরনা সম্বন্ধে কী জানো বলো।
সমাধান
১. ভারতীয় হকি দলের গোলরক্ষক এবং অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ পুরস্কার জয়ী শ্রীজেশ এবার "পদ্মভূষণ" খেতাব পেলেন।
২. ভিলাঙ্গনা ও কেদার উপত্যকা সংযোগকারী বহু প্রাচীন দুর্গম ৫৩০০ মিটার উচ্চতার গিরিবর্ত্য মাওয়ালি পাস অতিক্রম করেন সেঁজুতি চক্রবর্তী ও অভয় রায় -এর নেতৃত্ব বাংলার ১০ জনের একটি দল।
৩. কাজী নজরুল ইসলাম নিজের প্রথম উপন্যাস বাঁধনহারা-য় রবীন্দ্রনাথ ঠাকুর -এর ২৫ টি গান ব্যবহার করেছেন।
৪. আনারসে ভিটামিন এ, ভিটামিন সি,ক্যালসিয়াম,পটাশিয়াম, ফসফরাস, ব্রোমেলিন, ম্যাংগানিজ, ইত্যাকার উপাদেয় উপাদান থাকে।
৫. ভারতীয় রেলে ১১ রকমের অর্থ নিয়ে চালকরা অবস্থা অনুযায়ী ১১ রকমের হর্ন ব্যবহার করেন।
৬. টেলর হিমবাহ থেকে চলা শুরু করে লেক বনিতে পতিত "ব্লাড ফলস" বা রক্ত ঝরনা।
১৯১১ সালে অষ্ট্রেলিয়ার বিখ্যাত জিওলজিস্ট টমাস গ্ৰিফিত টেলর এর আবিষ্কর্তা। স্পেকট্রোমিটারে জানা যায় অতিরিক্ত লবণ ও আয়রন অক্সাইডের মিশ্রণে জলের রং রক্তবর্ণ । আন্টার্কটিকার প্রবল শৈত্যৈও এজন্য জল জমে বরফ হয় না।
{AD}
Comments :0