কবিতা
বিরূপাক্ষ
কৃত্তিকা ভট্টাচার্য্য
মুক্তধারা
লাশটার বয়স বছর দশেক,
লাশটার বয়স বছর ষোলো,
লাশটার বয়স বছর সাতেক,..
লাশটার বয়স... নাহ থাক....
জীবিত মৃত অর্ধ মৃত মানুষগুলোর চোখের চাহুনি,
তাদের দৃষ্টির আকস্মিকতা তাদের বয়স আজ বাড়িয়ে দিয়েছে...
নিষ্ঠুর সেই সময় জ্বালিয়ে দিয়ে গেছে আগুন..
তাদের চোখগুলো অপলক দেখছে নরখাদকদের...
আর,
আর শুনছে ক্ষোভে ভরা অসহায় কন্ঠ গুলোকে...
ভরসার বাঁধনে তাদের মন আজ ন্যায় পেতে উদ্যত
পথে তাই তাদের সেনানী
যাদের কন্ঠ আর্তনাদের প্রতিভূ
যাদের কর্ণে চিৎকারের লেলিহান স্রোত
তবু,
কন্ঠ অসহায় ক্ষমতায়নের স্থিরতায়,
গণতন্ত্রের নিঃশ্বাস রোধ করা ক্ষমতার কারণে,
তাই ক্ষুধা তৃষ্ণা স্পর্শ করছে না তাদের মনকে..
তাই তো গলার অসহায়তা স্তব্ধ করতে পারছে না তাদের বাণী..
রঙ্গমঞ্চে প্রহসন উপস্থাপিত করেও
তাই আজ চুন কালি গুলো মুছতে পারছে না অমানবিকতা...
পঙ্গু অসাড় মেরুদন্ডগুলো গুড়ো হয়ে
তাই মিশেছে নর্দমায়
তবু রিপু দংশন পরাজিত করতে পারছে না তাদের নির্মমতাকে...
বাতাবরণ তাই আজ কাসর ঘণ্টায় উজ্জীবিত করছে কলরবকে,
কার্নিভালের ঢাক তাই আজ অসাড়
সতীদাহের চিৎকার রুখতে...
অসাড়তা ক্ষমতার মাথায় আজ দানা বেঁধে জড়তার পাশে বেঁধে ফেলছে চিন্তাকে...
তাই বাঁধ ভাঙা রোষে প্রকৃতি আজ বিরূপাক্ষ....
Comments :0