MONDA MITHI | SAHAJPATH O NANDALAL BOSE | SOUYMDIP JANA | NATUNPATA | 2025 FEBRUARY 15

মণ্ডা মিঠাই | সহজ পাঠ ও নন্দলাল বসু | সৌম্যদীপ জানা | নতুন বন্ধু | নতুনপাতা | ২০২৫ ফেব্রুয়ারি ১৫

ছোটদের বিভাগ

MONDA MITHI  SAHAJPATH O NANDALAL BOSE  SOUYMDIP JANA  NATUNPATA  2025 FEBRUARY 15

মণ্ডা মিঠাই | নতুনপাতা

সহজ পাঠ ও নন্দলাল বসু
সৌম্যদীপ জানা 

সহজপাঠ বইতে নন্দলাল বসু তার মেধা ও শিল্পবিদ্যার অনন্য পরিচয় দিয়েছিলেন তাঁর প্রচ্ছদের মাধ্যমে। তিনি সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় দুটি ভাগেরই প্রচ্ছদ করেছিলেন। নন্দলাল বসু সহজ পাঠের প্রথম ভাগে যে প্রচ্ছদটি করেছিলেন এটি ছিল নিতান্তই সাধারণ কিন্তু তার মধ্যে লুকিয়ে ছিল একটি অসাধারণ অন্তর্নিহিত অর্থ। তিনি এই প্রচ্ছদটি তে দেখিয়েছেন একটি খোলা জানালার মধ্যে দিয়ে দেখতে পাওয়া একটি বেড়ে ওঠা গাছের চিত্র যার মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে একটি শিশু যখন বেড়ে ওঠে তখন সে ওই বৃক্ষেরই মত, দিন দিন বিকশিত হয়ে সে উচ্চ থেকে উচ্চতর হবে, শাখা প্রশাখা মেলবে এবং পরিণত হবে একটি জীবন দায়ী উপাদানে। নন্দলাল বসুর এই অসাধারণ প্রচ্ছদটি আজও ব্যবহার করা হয়। এই প্রচ্ছদটি সঙ্গে জড়িয়ে আছে আমাদের ছেলেবেলার অনেক স্মৃতি।

দ্বিতীয় ভাগে নন্দলাল বসু একটু অন্য রকমের প্রচ্ছদ তৈরি করেছিলেন। তিনি দেখিয়েছেন যে গ্রামবাংলায় পরিশ্রমরত মানুষের জীবন যাপন কতটা সুন্দর। এই প্রচ্ছত্রের মাধ্যমে তিনি শিশু মনের‌ গ্রাম বাংলার প্রতি ভালোবাসার উদ্রেক করেন।
সহজ পাঠের বেশ কিছু ছবি নন্দলাল বসুর শিল্পকলার পারদর্শিতাকে স্পষ্টভাবে তুলে ধরেন। কবিগুরুর লেখা গদ্যাংশ গুলিকে নন্দলাল বসু তার তুলির টানে আমাদের কাছে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলেন।
★ পঙ্গপালের গল্প
সহজ পাঠের দ্বিতীয় ভাগে কবিগুরুর লেখা এই গল্পটিতে নন্দলাল বসু একটি অসাধারণ ছবি এঁকেছিলেন। তিনি পঙ্গপালের একটি প্রতিকৃতি অংকন করেন এবং তার সঙ্গে দেখান যে গ্রামের মানুষেরা পঙ্গপালের তান্ডবে কি রকম অতিষ্ঠ। এই ছবিতে তিনি স্কেচ এবং ব্রাশ দুই পদ্ধতি ব্যবহার করেছিল। এই ছবিতে তিনি দেখিয়েছিলেন যে গ্রাম বাংলার পঙ্গপাল কত বড় একটা সমস্যা, যারা বছরের উৎপাদিত সমস্ত ধান খেয়ে নষ্ট করে দেয়। 
★ বর্ষা নামার গল্প
নন্দলাল বসু কবিগুরুর এই গদ্যাংশের জন্য একটি অপূর্ব অর্থ সমৃদ্ধ ছবি এঁকেছিলেন। এই ছবিতে তিনি দেখান যে বর্ষাকালে গ্রামবাংলায় হঠাৎ করে কি দুর্গতি নেমে আসে। ঝড় বাদলে বন্যায় ভেসে যায় গ্রামের পর গ্রাম। গোয়ালের গরু ও ভয় পেয়ে যায় যখন গুড়ুম গুড়ুম বাজের শব্দ শোনা যায়। দুর্যোগ কতটা সাংঘাতিক হতে পারে এটাই প্রকাশ পায় এই ছবির মাধ্যমে।
বইটির মধ্যে দিয়ে ই শিল্পী নন্দলাল বসুর এক অন্য চেহারা আমাদের সামনে ফুটে ওঠে। আমাদের শৈশবের নির্মাণে সেই ছবিগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ‌ জীবনের নতুন রংয়ের সঙ্গে এই ছবিগুলো আমাকে পরিচিত করায়। এর মধ্যে দিয়েই অমরত্ব লাভ করেছেন শিল্পাচার্য নন্দলাল বসু।

নতুন বন্ধু, নবম শ্রেণী
কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা

Comments :0

Login to leave a comment