NORTH BENGAL STATE TRANSPORT CONFERENCE

সরকারি পরিবহণ বাঁচাতে জোট বাঁধার ডাক কর্মী সম্মেলনে

রাজ্য

শিলিগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বলছেন অনাদি সাহু।

অনিন্দিতা দত্ত: শিলিগুড়ি

প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ শিল্পকে রক্ষার জন্য আপামর উত্তরবঙ্গবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হলো।  শনিবার শিলিগুড়ি শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ এমপ্লয়িজ ইউনিয়নের ২৭তম কেন্দ্রীয় সম্মেলনের প্রকাশ্য সভার মঞ্চ থেকে এই আহ্বান জানানো হয়েছে।
শনিবার শিলিগুড়ির মাল্লাগুড়ি ডিপোতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সিআইটিইউ’র পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক অনাদি সাহু। ইউনিয়নের পতাকা উত্তোলন করেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জগৎজ্যোতি দত্ত। শহীদবেদীতে মাল্যদান করেন জীবেশ সরকার, মোহন পান্ডা, গৌতম ঘোষ, তুফান ভট্টাচার্য, মুকুল সেনগুপ্ত, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের সমীর কর, সংগঠনের পেনশনার্স অ্যাসোসিয়েশনের সঞ্জীব রায় সহ অন্যান্যরা। এরপর একটি বর্ণাঢ্য মিছিল হিলকার্ট রোড হয়ে অনিল বিশ্বাস ভবনের সম্মেলনস্থলের উদ্দেশ্যে রওনা হয়। মিছিল শেষে অনিল বিশ্বাস ভবনের রতনলাল ব্রাক্ষ্মণ সভাকক্ষে বুদ্ধদেব ভট্টাচার্য নগর ও ভজন সাহা ও পরিতোষ দেবনাথ মঞ্চে প্রতিনিধি সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন অনাদি সাহু উদ্বোধনী বক্তব্য রাখেন। 
বিকেলে শিলিগুড়ি হাসমিচকে প্রকাশ্য সভায় সাহু বলেন, কেন্দ্রে মোদী ও রাজ্যে মমতা সরকার কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের শ্রমজীবির প্রতিদিনের জীবনে সর্বনাশ ডেকে আনছে। কেন্দ্রের সরকার দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে দিচ্ছে। আদানি আম্বানিদের মতো কর্পোরেটদের কাছে দেশকে তুলে দিতে চাইছে। রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারও সরকারি পরিবহণ সংস্থা সহ একাধিক সরকারি সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেবার চক্রান্ত করছে।
সাহু বলেন, মানুষের হতাশা ও বেকারত্বের সুযোগ নিয়ে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ফ্যাসীবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ করতে হবে।  তিনি বলেন, তৃণমূল সরকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে। স্থায়ী কর্মী নিয়োগ না করে স্বল্প বেতনে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী ঠিকাকর্মী নিয়োগ করছে। এজেন্সির মাধ্যমে নিয়োগ চলছে। গাড়ির সংখ্যা কমিয়ে দিয়ে ডিপোগুলিকে বিক্রি করে দিয়ে ডিপোর জমি বিক্রি ও রুট বেসরকারি সংস্থার হাতে তুলে দেবার প্রচেষ্টা করছে। তবে এর বিরুদ্ধে লড়াই চলছে। 
প্রকাশ্য সভায় গৌতম কুন্ডু ও গৌতম ঘোষ বলেন, রাজ্যের হাজার হাজার পরিবহণ কর্মী বা শ্রমিক জানেন না তাঁদের ভবিষ্যৎ কি হবে।  শ্রমিকদের জীবনের নানা জীবন্ত সমস্যা নিয়ে আন্দোলন করতে হবে। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি নিয়ে সোচ্চার হতে হবে। 
প্রতিনিধি সম্মেলনে প্রতিবেদন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতম কুন্ডু। সম্মেলনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন গণ আন্দোলনের নেতা জীবেশ সরকার। উপস্থিত ছিলেন যুবনেতা সাগর শর্মা ও মহিলা নেত্রী তানিয়া দে। সম্মেলনে ১৩০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমস্ত স্তরের ১৯টি ডিপোর কর্মীদের নিয়ে শিলিগুড়ি শহরে সিআইটিইউ অনুমোদিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ এমপ্লয়িজ ইউনিয়নের ২৭তম কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। সম্মেলন রবিবারও চলবে।

Comments :0

Login to leave a comment