National news

মজুরি বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে সংসদ অভিযান মিড ডে মিল কর্মীদের

জাতীয়

Mid Day Meal Workers Federation of India স্থায়ীকরণ, ন্যূনতম মজুরি প্রতি মাসে ২৬০০০ টাকা এবং মিড ডে মিল কর্মীদের জন্য ১২ মাসের জন্য সামাজিক সুরক্ষা এবং পেনশনের দাবিতে গতকাল ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে যন্তর মন্তরে সংসদ অভিমুখে পদযাত্রার আয়োজন করে। পদযাত্রার উদ্বোধন করেন সিআইটিইউ-র সাধারণ সম্পাদক তপন সেন। তিনি মিড ডে মিল কর্মীদের রাষ্ট্রীয় পর্যায়ে তাদের মহৎ সংগ্রামের জন্য অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়ে সংগ্রামকে তীব্রতর করার এবং কর্পোরেট-সাম্প্রদায়িক আঁতাতের এই সরকারের দেশবিরোধী নীতি পরিবর্তনের যৌথ সংগ্রামকে শক্তিশালী করার আহ্বান জানান। ফেডারেশনের সাধারণ সম্পাদক মালিনী মেস্তা ফেডারেশনের ইস্যু ও দাবিনামা এবং এ যাবৎকালের সংগ্রাম ও সাফল্য ব্যাখ্যা করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিজু কৃষ্ণন (এআইকেএস), বি ভেঙ্কট (এআইকেএস), আশা শর্মা (এআইডিডব্লিউএ) সহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা তাদের সংগ্রামের প্রতি সংহতি ও সমর্থন জানান। সুরেখা (এডব্লিউএফএফআই) এবং মিড-এম শ্রমিকদের সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করে তৃণমূল স্তর পর্যন্ত সারা দেশে শ্রমিক আন্দোলন ও ঐক্যকে জোরদার করার আহ্বান জানান।
সিটুর ন্যাশনাল সেক্রেটারি এবং আইএফএডব্লিউএইচ-এর সাধারণ সম্পাদক এ আর সিন্ধু সমাবেশে বক্তব্য রাখেন। বিভিন্ন রাজ্যের নেতাদের মধ্যে রয়েছেন এস রামা (অন্ধ্রপ্রদেশ), স্বপ্না (তেলেঙ্গানা), ব্যাস প্রসাদ যাদব (বিহার), কে ভি দেবী (কেরালা), সুনীল নাটি (পশ্চিমবঙ্গ), সরবতী (হরিয়ানা), এ বি পাতিল (মহারাষ্ট্র), জগৎ রাম (প্রাক্তন কোষাধ্যক্ষ এবং ফেডারেশনের সহ-সভাপতি এবং হিমাচল প্রদেশের সিআইটিইউ নেতা), সিদ্দাম্মা (কর্ণাটক), খিরামনি মোহন্ত (ওড়িশা), সঞ্জয় সিং (উত্তরপ্রদেশ), অনিতা (ঝাড়খণ্ড), সরোজ (পাঞ্জাব), অমৃতলাল (রাজস্থান)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি কৃষ্ণ রায় চট্টোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ হিমি ঠাকুর। সব রাজ্যের সমাবেশ মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন রাজ্যে সংগ্রামের সময় তৈরি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় যা অংশগ্রহণকারীদের উৎসাহিত করে।
এমডিএমডব্লিউএফআই-এর সহ-সভাপতি জয় ভগবান সমাপ্তি ভাষণ দেন এবং কর্মসূচী ঘোষণা করেন। আগামী বাজেটে মজুরি বৃদ্ধি না হলে একদল ও যৌথভাবে হরতালসহ জঙ্গি তৎপরতা চালানো হবে। এই সমাবেশ শ্রমিক-কৃষক যৌথ আন্দোলনকে জনগণের কাছে নিয়ে গিয়ে জোরদার করার এবং রাজ্যে সংগ্রামকে তীব্রতর করার আহ্বান জানায়।

Comments :0

Login to leave a comment