বলতে পারো
অমল কর
নতুনপাতা
উত্তর : ১৭ অক্টোবর ২০২৪
জিজ্ঞাসা
১) কোন্ কোন্ খেলায় কতজন করে খেলোয়াড় খেলে?
২)টেস্ট ক্রিকেটে সাম্প্রত সময়ে একদিনে অনেকগুলো
রেকর্ড তৈরি হয়? কি কি?
৩) বিশ্বে কোন্ প্রাণীর হৃৎপিণ্ড সবচেয়ে বড়ো?
৪) ক্রমান্বয়ে বিশ্বের সেরা পাঁচটি শিক্ষিত জনসংখ্যার রাষ্ট্রের নাম বলো।
৫) বিশ্বে দিবারাত্র সমান কবে কবে?
৬) OTP- র পুরো কথা কি?
সমাধান
১) ফুটবল, ক্রিকেট,হকি _ ১১জন খেলোয়াড়;
কবাডি, নেটবল,হ্যান্ডবল _৭ জন খেলোয়াড়;
খোখো _ ৯ জন; ভলিবল _ ৬ জন; বাস্কেটবল _৫ জন;
এবং পোলো খেলায় ৪ জন খেলোয়াড় খেলে।
২) ভারত বনাম বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কানপুর টেস্টে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে ভারত ৩ ওভারে ৫০ রান, ১০.১ ওভারে ১০০ রান, ১৮.২ ওভারে ১৫০ রান, ২৪.২ ওভারে ২০০ রান ও ৩১.১ ওভারে ২৫০ রান করে। এসবই বিশ্ব রেকর্ড।
৩) বিশ্বে প্রাণীদের মধ্যে নীল তিমির হৃৎপিণ্ড সবচেয়ে বড়ো_ ৪০০পাউন্ড,১৮১ কেজি।
৪) ক্রমান্বয়ে বিশ্বের সেরা পাঁচটি শিক্ষিত জনসংখ্যার
দেশ হল কানাডা,জাপান, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া
ও ইজরায়েল।
৫) পৃথিবীতে দিবারাত্র সমান ২৩ শে সেপ্টেম্বর ও
২১ শে মার্চ।
৬) OTP -র পুরো কথা হল One Time Password ।
Comments :0