BOOK TOPIC \ EDUCATION — PRODOSH KUMAR BAGCHI \ NATUNPATA \ 23 OCTOBER 2024

বইকথা \ শিক্ষার প্রসার না শিক্ষা সংহার? — প্রদোষকুমার বাগচী \ নতুনপাতা \ ২৩ অক্টোবর ২০২৪

ছোটদের বিভাগ

BOOK TOPIC  EDUCATION  PRODOSH KUMAR BAGCHI  NATUNPATA  23 OCTOBER 2024

বইকথা

শিক্ষার প্রসার না শিক্ষা সংহার?
প্রদোষকুমার বাগচী

নতুনপাতা

২০২০ সালে বিজেপি পরিচালিত মোদী সরকার যে জাতীয় শিক্ষানীতির কথা ঘোষণা করেছে তা সারাদেশে বিতর্কের ঝড়  
তুলেছে। এই শিক্ষানীতির প্রয়োগে  সংবিধানের প্রতিশ্রুতিগুলিরই  ধ্বংস সাধিত হবে বলে এদেশের শিক্ষাবিদ, ছাত্রছাত্রী ও  
বিশিষ্ট জনেরা মনে করছেন। সঙ্গতভাবেই  এদেশের শিক্ষানীতি নিয়ে  সর্বত্র প্রতিবাদ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।  কারণ এই  
শিক্ষানীতিতে না আছে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও চেতনা বিকাশের ব্যবস্থা না আছে গণতন্ত্রের নীতি-নৈতিকতা প্রসারের  
কোনও কথা। অতীত থেকে প্রেরণা সংগ্রহ করে সামনের দিকে এগিয়ে চলার কথা বললেও আশ্চর্যজনকভাবে এই  
শিক্ষানীতির কোথাও ঔপনিবেশিকবাদ বিরোধী মহান আন্দোলন সম্পর্কে একটিও শব্দ ব্যবহার করা হয়নি। অথচ এই  
সংগ্রামের ফলেই প্রোথিত হয়েছে ভারতের আধুনিক শিক্ষার ভিত্তি। ঐতিহ্যের যে কথা নয়া জাতীয় শিক্ষানীতিতে বলা হচ্ছে  
সেই ঐতিহ্য কেবল উচ্চ বর্ণের হিন্দুর মস্তিস্কপ্রসূত একপেশে ঐতিহ্যের সঙ্গেই সঙ্গতিপূর্ণ, যার  সঙে কর্পোরেট হিন্দু রাষ্ট্র  
গঠনের  পরিকল্পনার সাযুজ্য আছে। এটি সংবিধানের প্রতিশ্রুতিগুলি অর্থাৎ— সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং  
গণতান্ত্রিক সাধারণতন্ত্রের ধারণাকে বিপন্ন করার আয়োজন ছাড়া যেহেতু আর কিছুই বলা যায় না তাই এটি শিক্ষার মুক্তির  
ভাবনাকেও দুর্বল করে তুলবে। নতুন শিক্ষানীতি সেই সমাজেরই জয়ধবনী করছে যারা ভারতকে আবার অন্ধকারাচ্ছন্ন যুগে  
ফিরিয়ে আনতে চাইছে। অর্থাৎ এই শিক্ষানীতি এমন একটা চরম বিপজ্জনক পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইছে যা  
প্রাথমিক স্তর থেকে স্নাতকোত্তর ও গবেষণামূলক কাজের গভীর বিপদের কারণ হয়ে দাঁড়াবে। বইটিতে অনেকের লেখা  
রয়েছে। কোন দুর্দশার মধ্যে অতিবাহিত হবে শিক্ষাঙ্গন তারই একটি রূপরেখা তুলে ধরা হয়েছে বইটিতে।

Education or Exclusion? The Plight of Indian Students
Edited by Nitheesh Narayanan, Dipsita Dhar. LeftWord Books, New Delhi, 2022 Rs 300/-

 

Comments :0

Login to leave a comment